Post Office Scheme: অনেক ধরনের স্কিমই পোস্ট অফিসে (Post Office) আছে। তবে আপনি কি জানেন পোস্ট অফিসে আপনি যদি মাত্র ২৫০ টাকা বিনিয়োগ করেন তাহলেই আপনি পেয়ে যাবেন ৭১ লক্ষ টাকা। অনেকেই হয়তো ভাববেন যে এটি কি করে সম্ভব? ঘরে কন্যা সন্তান জন্মাবার পর থেকেই সেই কন্যা সন্তানের শিক্ষা এবং বিয়ে নিয়ে বাড়ির লোকের চিন্তা শুরু হয়ে যায়। সেই কারণে আগে থেকেই অনেকে সঞ্চয় করা শুরু করে দেন।
বর্তমানে ব্যাঙ্কের সুদের হার যা রয়েছে তাতে ব্যাঙ্কে টাকা সঞ্চয় করে তেমন বিশেষ লাভ হবে না। পোস্ট অফিসের (Post Office Scheme) একটি স্কিম রয়েছে যার নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পটি ২০১৫ সাল থেকে শুরু হয়েছে। কন্যাসন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্যই এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার চালু করেছিলেন।
এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) আপনি ন্যূনতম ২৫০ টাকা বিনিয়োগ করতে পারবেন। এই প্রকল্পে আপনি সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
আরও পড়ুন: হেলমেট পরলেও এবার চালান কাটতে পারে ট্রাফিক পুলিশ! নয়া নিয়ম লাগু করলো পরিবহন দফতর
নিজের ঘরের মেয়ের বয়স ১০ বছর হলেই তার নামে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) অ্যাকাউন্ট খুলতে পারবেন। মোট ১৫ বছরের মেয়াদে এখানে টাকা বিনিয়োগ করা যায়। এই অ্যাকাউন্টের টাকা ২১ বছর পর ম্যাচিউর হবে।
এবার জেনে নেওয়া যাক এখানে বিনিয়োগ করলে কীকরে ৭১ লক্ষ টাকা পাওয়া যাবে?
এই প্রকল্পের অধীনে আপনি যদি বছরে ১.৫ লক্ষ টাকা ১৫ বছরের মেয়াদে বিনিয়োগ করেন তাহলে ১৫ বছর পর আপনার মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা।
এই টাকাটাই ২১ বছর পর ৭১ লক্ষ ৮২ হাজার ১১৯ টাকা হবে। ২১ বছর পর এই টাকাটাই যখন ম্যাচিউর হবে তখন সেই টাকার উপর আপনাকে কোনো কর দিতে হবে না। সেই জন্য আপনার বাড়ির মেয়ের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য এখনি এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করুন।
আরও পড়ুন: Jio এর নতুন প্রিপেইড প্ল্যান, ১২ মাস পর্যন্ত চলবে আনলিমিটেড 5G ডেটা