Holi Bank Holiday: আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে রঙের উৎসব হোলি, বাঙালির দোলযাত্রা। এই উৎসবের সঙ্গে মিল রেখে ভারতের বিভিন্ন রাজ্যে (Bank Holiday) ব্যাঙ্ক টানা চারদিন বন্ধ থাকবে। খবর অনুসারে, ১৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত দেশের একাধিক স্থানে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। হোলিকা দহন, হোলি উৎসব, দ্বিতীয় শনিবার এবং সাপ্তাহিক রবিবারের (Holiday List) কারণে এই ছুটির তালিকা নির্ধারিত হয়েছে।
সাধারণত, ভারতীয় ব্যাঙ্কগুলোর ছুটির দিন রাজ্যভেদে (Bank Holiday) ভিন্ন হতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী এই ছুটির তালিকা নির্ধারণ করা হয়। ১৪ মার্চ হোলি পালিত হবে সারা দেশে। তাই দেখে নিন, আপনার শহরে কবে ব্যাঙ্ক ছুটি থাকবে।
ব্যাঙ্ক ছুটির তালিকা (Holiday List)
১৩ মার্চ (বৃহস্পতিবার) – হোলিকা দহন এবং অত্তুগল পোঙ্গলা উপলক্ষে ভারতের বেশ কয়েকটি রাজ্যে (Holi 2025 Bank Holiday) ব্যাঙ্ক বন্ধ থাকবে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, কেরালা-সহ বিভিন্ন স্থানে এই দিন ছুটি থাকবে। বিশেষ করে দেরাদুন, কানপুর, লক্ষ্ণৌ, রাঁচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। উল্লেখ্য, হোলিকা দহনের মাধ্যমেই হোলি উৎসবের শুভ সূচনা হয়, আর পোঙ্গল উৎসব দক্ষিণ ভারতের কেরালায় বিশেষভাবে উদযাপিত হয়।
আরও পড়ুন: টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা! আগেভাগেই সেরে রাখুন জরুরি কাজ
১৪ মার্চ (শুক্রবার) – এই দিন সারা দেশে হোলি বা দোলযাত্রা পালিত হবে। তবে কয়েকটি রাজ্যে (Holiday List) এদিন হোলি উদযাপন করা হয় না। যেমন – কেরালা, নাগাল্যান্ড, মণিপুর, ওড়িশা, তামিলনাড়ু। তবে যেসব রাজ্যে হোলির ছুটি থাকবে, সেগুলি হল – আমেদাবাদ, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইটানগর, জয়পুর, জম্মু ও কাশ্মীর, কানপুর, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা এবং শ্রীনগর।
১৫ মার্চ (শনিবার) – দেশের কিছু কিছু রাজ্যে যেমন আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল এবং পাটনায় দ্বিতীয় দিনের হোলি উৎসব উদযাপন করা হয়, যাকে বলা হয় ‘ইয়াওসাং’। এটি উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উপলক্ষে এইসব অঞ্চলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৬ মার্চ (রবিবার) – রবিবার হওয়ার কারণে সারা দেশেই ব্যাঙ্কে ছুটি থাকবে। এটি ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির দিন হিসাবে গণ্য হয়।
যদি আপনি হোলির সময় কোনো গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং কাজ করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আগেভাগেই তা সেরে ফেলুন। যেহেতু বেশ কয়েকটি রাজ্যে টানা চারদিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে, তাই যাতে কোনো জরুরি কাজে সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখুন।