আপনার নাম আবাস যোজনার ঘরের লিস্টে না থাকলে কি করবেন? নাম কেটে দিলে এই পদক্ষেপগুলি নিন

আমাদের দেশে এখনো অনেক মানুষ রয়েছে যারা দারিদ্রতার সীমার নিচে বসবাস করে। এই দারিদ্রতা এতটাই বেশি যে তারা তাদের মাথার উপর থাকার জন্য কোন ছাদ নেই। সরকার তাদের সহায় হয়ে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে তাদের বাড়ি করার জন্য আর্থিক সাহায্য প্রদান করে থাকে।

এই প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত বহু সংখ্যক মানুষ উপকৃত হয়েছে এমন কি এখনো পর্যন্ত উপকৃত হয়ে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)-এর তরফ থেকে আবাস যোজনা (Awas Yojana) প্রকল্পে আবার নতুন করে নাম নথিভুক্ত করানো হচ্ছে।

তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আবেদন করার পরেও নাম আসছে না সেই ক্ষেত্রে কি করনীয়। আজ আমরা এই প্রতিবেদনে আপনাদের সেই বিষয়েই জানাবো। চলুন বিস্তারিত জেনে নিই।

আরও পড়ুন: বদলে যাচ্ছে ফোন করার নিয়ম! কী সিদ্ধান্ত নিল TRAI?

এমন অনেক অভিযোগ সামনে এসেছে যে এই প্রকল্পের মাধ্যমে যোগ্য সুবিধাভোগীরা বাড়ি করার টাকা থেকে বঞ্চিত হচ্ছে আর অযোগ্যদের নাম তালিকায় উঠে আসছে। যদি আপনার ক্ষেত্রেও বিষয়টি এমন হয়ে থাকে তাহলে আপনি পরিস্থিতি বিবেচনা করে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারেন।

আপনার ঘরের তালিকার নাম না থাকলে যে কাজটি করতে হবে সেটি হল নিম্নরূপ-

১) এই সমস্যার সমাধানস্বরূপ প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল আপনার নিকটস্থ BDO অফিসে যেতে হবে। সেখানে গিয়ে আবাসন সহায়তার জন্য অনুরোধ জানিয়ে একটি আবেদনপত্র লিখতে হবে।

আরও পড়ুন: BSNL Recharge Plan: একবার রিচার্জে ১ বছরের চিন্তা শেষ, BSNL-এর সস্তার প্ল্যানে কী কী সুবিধে পাবেন?

২) বিডিও অফিসে না গিয়েও আপনি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে কল করে আপনার সমস্যার কথা সরাসরি জানাতে পারেন। মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর ৯১৩৭০৯১৩৭০ তে ফোন করে আপনি জানাতে পারেন।আবেদন জানানোর সময়সীমা হল সোমবার-শনিবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

যদি তালিকা থেকে আপনার নাম অবৈধভাবে কেটে দেওয়া হয় সেক্ষেত্রে আপনি নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে পারেন-

১) যদি আপনার খেতে এমন হয় যে প্রথমবার তালিকায় নাম ছিল কিন্তু সমীক্ষার পরে তা সরিয়ে দেওয়া হয়েছে আপনি আবাসন সহায়তার জন্য পুনরায় আবেদন করতে পারেন। পুনরায় আবেদন করতে আপনাকে বিডিও অফিসে যেতে হবে সেখানে গিয়ে আবেদন পত্র জমা করার মাধ্যমে আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন, অথবা মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন কর আপনি এই বিষয়টি সমাধান করতে পারেন।

আরও পড়ুন: WBPSC Clerkship admit card Download: ৭ লাখ WBPSC ক্লার্কের পরীক্ষার অ্যাডমিট প্রকাশিত হলো, রইলো ডাউনলোড পদ্ধতি

সমস্যা হিসেবে আমরা আরো একটা দিক দেখতে পাই যেটি হল অনেক সময় সার্ভে করার জন্য ওপর মহল থেকে লোকেরা আবেদনকারীর বাড়িতে যায় না। আপনার ক্ষেত্রেও যদি বিষয়টি এমন হয় তাহলে আপনি ইন্দো লিখিত পদক্ষেপ নিতে পারেন-

১) আপনার নাম সমীক্ষার তালিকায় থাকার পরেও যদি বাইরে থেকে লোক সার্ভে করতে না আসে তাহলে তার জন্য আপনাকে ৩১ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই নির্ধারিত তারিখের মধ্যেও যদি তারা না আসে তাহলে আপনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতে এই বিষয়টি সম্বন্ধে অভিযোগ জানাতে পারেন অথবা স্থানীয় বিডিও অফিসে এই বিষয়ে অভিযোগ করতে পারেন।

আরও পড়ুন: কৃষকদের বছরে ১০,০০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, এই ভাবে আবেদন করুন

আবার ঘরের সার্ভের লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনাকে তার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারণ আবাস যোজনা টাকা ট্রান্সফার করার সময় আবেদনকারীদের তহবিল ও বরাদ্দ করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের এই আবাস যোজনা প্রকল্পের সুবিধা রাজ্যের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য। যারা দারিদ্রতা সীমার নিচে বসবাস করে এবং যারা এখনো পর্যন্ত নিজের জন্য পাকা বাড়ি বানাতে পারেনি তারা এই প্রকল্পের সুবিধা পাবে। তবে পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করে তাহলে তারা এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবে না।

যাদের মাসিক আয় ১৫,০০০ টাকার বেশি ও যাদের বাড়িতে তিন চাকা বা চার চাকার গাড়ি রয়েছে, যারা আয়কর, ট্যাক্স ইত্যাদি প্রদান করেন তারা এই প্রকল্প আবেদন করতে পারবেনা।

আরও পড়ুন: 8th Pay Commission: সুখবর লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য! কত টাকা বেতন বাড়বে?

আর যারা এই প্রকল্প আবেদনের যোগ্য তারা স্থানীয় পঞ্চায়েত অথবা বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের নির্ধারিত ফর্ম জমা করে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। সরকার কর্তৃক এরপর আপনার বাড়ি পরিদর্শন করতে লোক আসবে। আর যদি তারা আপনার তথ্য ও বাড়ি যাচাই করে ও সার্ভে করে আপনাকে যোগ্য মনে করে তাহলে এই প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদান করবে।

আরও পড়ুন: রান্নার গ্যাসের দাম থেকে ক্রেডিট কার্ডের নিয়ম, কী কী বদলাচ্ছে এই মাস থেকে?

Leave a Comment