Electricity Bill: নিমিষেই কমে যাবে বিদ্যুতের বিল! এই কাজটি এখনই করে ফেলুন যুগ আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র এসেছে যেগুলি বিদ্যুতের সাহায্যে ব্যবহার করা যায়। আর এগুলির মধ্যে রয়েছে ফ্যান লাইট সহ ফ্রিজ, এসি আরো একাধিক জিনিসপত্র। এত কিছু পেয়ে একদিকে যেমন সুবিধা হয়েছে তেমন অসুবিধাও হয়েছে।
এই ইলেকট্রিক সামগ্রীগুলি ব্যবহারের ফলে বিদ্যুৎ বিল একসঙ্গে অনেক বেশি করে আসছে। মধ্যবিত্ত ফ্যামিলির কাছে এটা অনেক সমস্যার একটি ব্যাপার। তবে কয়েকটি বিষয়ে সচেতন থেকে চেষ্টা করলেই এই বিদ্যুৎ বিল কমানো যেতে পারে। আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের সেই বিষয়েই পরামর্শ দেব। চলুন জেনে নেওয়া যাক।
বিদ্যুৎ বিল কমানোর উপায়
আপনি যদি বাড়িতে বিদ্যুৎ বিল কমাতে চান তাহলে আপনাকে নিম্নলিখিত পদ্ধতিগুলি ফলো করতে হবে-
১) আপনার বাড়িতে যদি পুরনো কোন ইলেকট্রনিক্স সামগ্রী থেকে থাকে তাহলে সেগুলি ব্যবহার করা থেকে বিরত থাকুন। কারণ এই পুরনো ইলেকট্রনিক্স জিনিসপত্রগুলি থেকে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার পুরুষরাও প্রতি মাসে ১০০০ টাকা পাবেন! দারুণ প্রকল্প সরকারের
২) যাদের বাড়িতে এসি এবং গিজার রয়েছে তারা বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে সতর্ক হোন কারণ গিজার ও এসি এমন দুটি ইলেকট্রনিক সামগ্রী যা একসঙ্গে চললে অনেক বেশি বিদ্যুৎ খরচ করে। ফলে একটা ব্যবহারের সময় অন্যটি অবশ্যই অফ করে রাখবেন।
৩) AC-র সঙ্গে হালকা করে ফ্যান চালিয়ে দিলে ঘর দ্রুত ঠান্ডা হয় এবং এতে করে AC-র উপর চাপটাও কম পড়ে।
৪) খেয়াল রাখুন পুরনো ওয়্যারিংয়ের তার ব্যবহার না করার কারণ এটি অনেক বেশি বিদ্যুৎ খরচ করে।
আরও পড়ুন: Holiday List: প্রচুর ছুটি অক্টোবর মাসে! কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ? রইলো তালিকা
৫) ঘরে যেসব লাইট ব্যবহার করেন তা সঠিকভাবে পর্যবেক্ষণ করার পরেই ব্যবহার করবেন, কারন এমন অনেক লাইট রয়েছে যেগুলি বেশি বিদ্যুৎ খরচ করে। সেক্ষেত্রে লাইট ব্যবহারের জন্য সবসময় LED বাল্ব অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ব্যবহার করুন। এবার গুলি আরো বেশি দেয় আবার বিদ্যুৎ কম খরচ করে।
৬) বিদ্যুৎ বিল বেশি আসার অন্যতম প্রধান একটি কারণ হলো অযথা লাইট, ফ্যান চালু করে রাখা। তাই এগুলি করা থেকে বিরত থাকবেন অনেকেই লাইট, ফ্যান অন রেখেই বাইরে চলে যান। এতে করে বিদ্যুৎ বিল বেশি আসে। তাই খেয়াল রাখুন লাইট ফ্যান গুলি অযথা চলছে কিনা এবং আপনার পরিবারের সদস্যদের এই বিষয়ে সতর্ক করুন।
আরও পড়ুন: আর করতে হবে না Jio-Airtel এর দামি রিচার্জ! BSNL এর এই সস্তা প্ল্যানে ৩৬৫ দিন রিচার্জ থেকে মুক্তি