UGC NET December 2024: UGC NET-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কবে শুরু হচ্ছে? জেনেনিন আপডেট

UGC NET December 2024: UGC NET (University Grants Commission National Eligibility Test) December 2024-এর বিজ্ঞপ্তি খুব শীঘ্রই National Testing Agency (NTA) প্রকাশ করবে। শুধু তাই নয় খুব শীঘ্রই রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শুরু হবে।

UGC NET December 2024 পরীক্ষায় যেসমস্ত পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে ইচ্ছুক সেই সমস্ত পরীক্ষার্থীরা UGC NET (University Grants Commission National Eligibility Test)-এর অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in-এ গিয়ে UGC NET পরীক্ষার বিজ্ঞপ্তি এবং রেজিস্ট্রেশন লিঙ্ক দেখতে পারবেন।

এছাড়াও ugcnet.ntaonline.in এবং nta.ac.in এই ওয়েবসাইটগুলিতেও বিজ্ঞপ্তি এবং রেজিস্ট্রেশন লিঙ্ক দেখতে পাওয়া যাবে।

আরও পড়ুন: বিরাট পরিবর্তন আসছে কলেজ-বিশ্ববদ্যালয়ে অধ্যাপক নিয়োগে! কী বড় পদক্ষেপ নিলো UGC?

খুব তাড়াতাড়ি UGC NET December 2024-এর বিজ্ঞপ্তি National Testing Agency (NTA) প্রকাশ করবে। সেই বিজ্ঞপ্তিতেই রেজিস্ট্রেশনের তারিখ, ফর্ম সংশোধনের তারিখ, সম্ভাব্য পরীক্ষার তারিখ এবং অন্যান্য বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। তবে বিষয়ভিত্তিক সময়সূচী বিস্তারিতভাবে পরে প্রকাশিত হবে।

গত বছর অর্থাৎ 2023 সালে UGC NET December-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেপ্টেম্বর মাসে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 30 সেপ্টেম্বর, 2023। ফর্ম ফিল আপ চলেছিল 28 অক্টোবর, 2023 পর্যন্ত।

আরও পড়ুন: রেকর্ড পতন হলো ভারতীয় মুদ্রার! সর্বকালীন সর্বনিম্ন স্তরে টাকা! কেন এই অবস্থা? আসল কারণ জেনে নিন

তবে UGC NET December 2024-এর বিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে পারে সে বিষয়ে এখনও কিছু প্রকাশ করা হয়নি।

জুনিয়র রিসার্চ ফেলোশিপ (Junior Research Fellowship), সহকারী অধ্যাপক (Assistant professor) হিসেবে নিয়োগ এবং পিএইচডি (PhD)-তে ভর্তির জন্য যোগ্যতা নির্ধারণের একটি পরীক্ষা হল UGC NET (University Grants Commission National Eligibility Test) পরীক্ষা।

আরও পড়ুন: এক টাকাও পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর! রাজ্য সরকারের কড়া নিয়মে মাথায় হাত সকলের

UGC NET (University Grants Commission National Eligibility Test) পরীক্ষায় পাস করলে ভারতীয় কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পাওয়া যায়।

আরও পড়ুন: ৪৮,০০০ টাকা মাসিক বেতনে ব্যাঙ্কে চাকরির সুযোগ, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

Leave a Comment