বর্তমান সময়ে একের পর এক দুর্ঘটনার খবর প্রায়ই শোনা যাচ্ছে। রাজ্যের সড়ক নিরাপত্তা এর ফলে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়ক দুর্ঘটনা যেন দিনের পর দিন বেড়েই চলেছে। এইজন্যই সড়ক নিরাপত্তা নিয়ে রাজ্যের পরিবহন দফতর নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা মূলত বাইক চালক এবং যাত্রীদের জন্যই জারি করা হয়েছে।
হেলমেটের মান নিয়ে নির্দেশিকা
দুই চাকার গাড়ি অর্থাৎ বাইক বা স্কুটি মানেই হেলমেট পরা বাধ্যতামূলক। চালক এবং সওয়ার দুজনেরই হেলমেট পরা বাধ্যতামূলক। চার বছরের উর্ধ্বে ছোটদেরকেও হেলমেট পরানো বাধ্যতামূলক।
সড়ক নিরাপত্তার জন্যে এই নিয়ম থাকলেও শহরতলির অনেক জায়গাতেই দেখা যায় যে এখনও অনেক লোকেই হেলমেট ছাড়া বাইক বা স্কুটিতে উঠছেন। আবার এমনও দেখা যায় যে ৩-৪ জন হেলমেট ছাড়াই একটি বাইকে চড়ছেন।
দুর্ঘটনার সমীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে যে, বেশিরভাগ সময়তেই প্রানহানির শিকার হচ্ছেন এই হেলমেটহীন বাইক আরোহীরাই। তবে এবার রাজ্য সরকার দুর্ঘটনা এড়ানোর জন্য হেলমেটের নির্দিষ্ট মান নিয়ে একটি বড় নির্দেশিকা প্রকাশ করল।
কী বলা হয়েছে নির্দেশিকায়?
পরিবহন দফতর মোটর ভেহিক্যালসের নিয়মের কথা উল্লেখ করে একটি নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের নীতি মেনে 4151:2015 মানের হেলমেট দু চাকার সওয়ারিদের পড়তে হবে। এই নির্দিষ্ট মানদণ্ডযুক্ত হেলমেট যদি দু’চাকার সওয়ারিরা না পরেন সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই বাইক আরোহীর বিরূদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: Jio এর নতুন প্রিপেইড প্ল্যান, ১২ মাস পর্যন্ত চলবে আনলিমিটেড 5G ডেটা
ওয়েস্ট বেঙ্গল মোটর্স ভেহিক্যালস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আগামী ২৩ নভেম্বর এই সংক্রান্ত একটি প্রচার চালানো হবে। সূত্র মারফত জানা গিয়েছে যে, কলেজ পড়ুয়াদের হাতে প্রচারের সময় উক্ত মানের একটি করে হেলমেট তুলে দেওয়া হবে। শুধুমাত্র হেলমেটের গুণগত মানই নয়, অন্য বেশ কিছু নিয়ম নিয়েও এখানে আলোচনা করা হবে।
পথ দুর্ঘটনা নিয়ে গত বৃহস্পতিবার দিন একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল। পরিবহন দফতরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ আরও অনেকেই সেই বৈঠকে উপস্থিত ছিলেন।
সেই বৈঠকেই এই হেলমেট নির্ধারণের বিষয়টি ঠিক করা হয়েছিল। সরকারি নির্দেশিকা মেনে এবার থেকে বাইক আরোহীদের ওই নির্দিষ্ট মানদণ্ডের হেলমেট পরতেই হবে।
আরও পড়ুন: এক রিচার্জেই চলবে ৩ সিম! Jio এর এই সস্তা রিচার্জ প্ল্যানে ঘুম উড়ল Airtel-BSNL এর
রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই প্রসঙ্গে বলেছেন, এই নির্দিষ্ট মানদণ্ডের হেলমেটগুলি পরলে দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা কম থাকে। এই কারণে সবাইকে এই নির্দিষ্ট মানের হেলমেট ব্যবহার করার কথা বলা হচ্ছে। এই নির্দিষ্ট মানের হেলমেট ব্যবহার না করলে সরকারের তরফ থেকে সেই বাইক আরোহীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নেট উত্তীর্ণদের চাকরির দেওয়া হবে, বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড