UGC Rule: এবার কম সময়েই মিলবে স্নাতক ডিগ্রি! দ্রুত কোর্স শেষের জন্য কী নিয়ম আনছে ইউজিসি?

UGC Rule: UGC (University Grants Commission)-এর চেয়ারম্যান এম জগদীশ কুমার (Prof. Mamidala Jagadesh Kumar) সম্প্রতি চেন্নাইতে একটি অনুষ্ঠানে এসে জানিয়েছেন, এখন থেকে যাতে ছাত্র-ছাত্রীদের আরও কম সময় স্নাতকের ডিগ্রি দিয়ে দেওয়া যায় তা নিয়ে UGC চিন্তাভাবনা করছে। এবার থেকে ৩ বছরের জায়গায় ২ বছরেই ছাত্র-ছাত্রীরা স্নাতক ডিগ্রি পাবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকেই ছাত্র-ছাত্রীরা ৪ বছরের স্নাতক ডিগ্রি কোর্স ৩ বছরে শেষ করতে পারবে। আবার ৩ বছরের স্নাতক ডিগ্রি কোর্স ২.৫ বছরে শেষ করতে পারবে।

UGC (University Grants Commission)-এর চেয়ারম্যান এম জগদীশ কুমার (Prof. Mamidala Jagadesh Kumar) জানাচ্ছেন, ছাত্র-ছাত্রীরা যাতে নিজেদের মতো পড়াশোনা চালাতে পারে সেই কারণে UGC নতুন নিয়ম আনতে চলেছে। এছাড়াও কোনো ছাত্র-ছাত্রী ৩ বছরের স্নাতক ডিগ্রি কোর্স যদি ৪ বছর ধরে পড়তে চান তাহলে তাকে সেই সুবিধা দেওয়া হবে। জাতীয় শিক্ষানীতি ২০২০-এর উদ্ভোধনের একটি অনুষ্ঠানে UGC-এর চেয়ারম্যান বলেছেন, ৩ বছরের কম সময়েই সক্ষম পড়ুয়ারা এই ডিগ্রি কোর্স শেষ করতে পারবে।

আরও পড়ুন: DA News: ছুটির তালিকা ঘোষণার মাঝেই রাজ্যের সরকারি কর্মীদের DA নিয়ে এল বিশেষ বার্তা

বিরতিও মিলবে

UGC (University Grants Commission)-এর চেয়ারম্যান জগদীশ কুমার জানাচ্ছেন, ছাত্র-ছাত্রীরা বিরতি হিসেবে ৬ মাস থেকে ১ বছরের সময় পাবে। এমনকি ছাত্র-ছাত্রীরা যদি ধীর গতিতে পড়তে চায় সেই সুবিধাও তারা পাবে। কোর্স চলাকালীন কোনো ছাত্র-ছাত্রী চাইলেই বিরতি নিতে পারবে। আবার পরে সুযোগ হলে ফিরে এসে সেই কোর্স চালিয়ে যেতে পারবে। এছাড়াও বহুমুখী প্রবেশ ও প্রস্থানের পথ এই কোর্সে থাকবে। এই স্নাতক কোর্সকে আরও বেশি ফ্লেক্সিবল করে তুলতে চাইছে UGC।

আরও পড়ুন: Lakshmir Bhandar: বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা? চিঠি গেল রাজ্য সরকারের কাছে

ছাত্র-ছাত্রীদের পছন্দই প্রাধান্য পাবে

কোনো ছাত্র-ছাত্রী যদি ক্রেডিট স্কোর ২ বছরের মধ্যে সম্পন্ন করে, তাহলে সে ৩ বছর এবং ৫ বছরের জন্য ডিগ্রি করতে পারবে। যেসমস্ত ছাত্র-ছাত্রীরা মেধাবী নয় তারা চাইলে ৫ বছর পর্যন্ত সময় নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে পারবে। ছাত্র-ছাত্রীদের ইচ্ছের উপর নির্ভর করবে তারা কত বছরে স্নাতক কোর্সটি শেষ করতে পারবে।

আরও পড়ুন: প্রচুর টাকা আয় হবে বাড়িতে বসে কাজ করেই, সেরা ৪টি ব্যবসার আইডিয়া রইল মহিলাদের জন্য

সিস্টেম সহজ করতে হবে

একবার সময়সীমা বেছে নেওয়ার পরেও সেটি পাল্টানো যাবে। পড়ুয়াদের কাছে উচ্চশিক্ষার জগতকে সহজসাধ্য করে তোলাই ইউজিসি (UGC)-এর প্রধান উদ্দেশ্য। আরও বেশি ছাত্র-ছাত্রী এর মাধ্যমে উচ্চ শিক্ষার জগতে আসবে।

আরও পড়ুন: SSC: বড় খবর সামনে এলো এসএসসি-র ২৬,০০০ চাকরি মামলার সুপ্রিম কোর্টে শুনানি নিয়ে, জানুন বিস্তারিত

Leave a Comment