Holiday 2025: প্রকাশ হলো ২০২৫-এ স্কুলের ছুটির তালিকা, গরমের ও দুর্গাপুজোর ছুটি কতদিন থাকবে? দেখুন তালিকা

West Bengal School Holiday List 2025: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)-এর পক্ষ থেকে আসন্ন ২০২৫ শিক্ষাবর্ষে এরাজ্যের সরকারি স্কুলগুলোর ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষের ছুটির দিনগুলোর বিস্তারিত তালিকা সেখানে দেওয়া হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)-এর পক্ষ থেকে প্রকাশিত ছুটির তালিকা দেখে জানা গিয়েছে ২০২৫ শিক্ষাবর্ষে গ্রীষ্মকালীন ছুটি থাকবে মোট ১১ দিন। ছুটি শুরু হবে ১২ মে থেকে এবং চলবে ২৩ মে পর্যন্ত।

উক্ত বছরে দুর্গাপুজো উপলক্ষ্যে ছুটি থাকবে ২৫ দিন। ছুটি শুরু হবে চতুর্থী অর্থাৎ ২৬ সেপ্টেম্বর থেকে এবং ছুটি চলবে ভাইফোঁটার পরের দিন অর্থাৎ ২৪ অক্টোবর পর্যন্ত। এই ছুটি ছাড়াও অন্যান্য ছুটির দিনগুলো হল ইংরেজি নতুন বছর, রবীন্দ্রজয়ন্তী, রথযাত্রা, রঘুনাথ মুর্মুর জন্মদিন, বকরি ইদ, মহরম, স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, ফতেয়া-দোয়াজ-দাহাম, গান্ধি জয়ন্তী, মহালয়া, বিরসা মুন্ডার জন্মদিন, ছটপুজো, গুরু নানকের জন্মদিন, বড়দিন উপলক্ষ্যে একদিন করে বিদ্যালয় ছুটি থাকবে।

আরও পড়ুন: BECIL সংস্থায় চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন?

মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিদ্যালয়গুলিতে বছরে ৬৫ দিন ছুটি দেওয়া হবে। তবে উৎসবের বিভিন্নতা, ভৌগলিক অবস্থান অনুসারে ছুটির দিন পরিবর্তিত হতে পারে। বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি মঞ্জুর করা হবে। মনে রাখতে হবে একটি শিক্ষাবর্ষে ৬৫ দিনের বেশি ছুটি কোনোভাবেই যেন না হয় সেটি লক্ষ্য রাখতে হবে। তবে রাজ্য সরকার (Government of West Bengal) মনে করলে ছুটির দিনসংখ্যা পরিবর্তিত হতে পারে।

আরও পড়ুন: Post Office Scheme: ২ লক্ষ টাকা পাবেন মাত্র ১০০ টাকা করে জমিয়ে, পোস্ট অফিসের ধামাকাদার স্কিম সম্পর্কে জেনে নিন

আরও পড়ুন: ২ বছরের জন্য একদম ‘ফ্রি’! Jio নিয়ে এলো ধামাকাদার অফার

ছুটির তালিকা প্রকাশ বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান যে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) থেকে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য যে ছুটির তালিকা প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে এমন কিছু দিন আছে যেগুলো ছুটির দিন অথচ বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনের কথা বলা হয়েছে। কিন্তু আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে ওই দিনগুলিকে ছুটি হিসেবে না ধরে কার্যকরী দিন হিসেবে ঘোষণা করা এবং যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা। ফলে আগের মতোই বিদ্যালয়ে ছুটির দিনসংখ্যা ৮৫ তে ফিরিয়ে আনা হলে আঞ্চলিক পরিস্থিতি অনুযায়ী গ্রীষ্মের ছুটি দিতে বিদ্যালয়গুলোর কোনো সমস্যা হতো না। পাশাপাশি বিদ্যালয়গুলোতে সারা বছর পাঠ পরিকল্পনায় কোনোরূপ সমস্যার সৃষ্টি হতো না। কিন্তু হঠাৎ করে দীর্ঘ সময়ের জন্য একটানা ছুটি দেওয়া হলে পঠন-পাঠন দারুন ভাবে ক্ষতিগ্রস্থ হয়।

আরও পড়ুন: ব্যাংকের মিনিমাম ব্যালেন্স থেকে LPG-র দাম, ATM ফি ফেব্রুয়ারি থেকেই যে ৫ নিয়ম বদলে যাচ্ছে

এই বিষয়ে শিক্ষক সংগঠন “অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” (All Post Graduate Teacher’s Welfare Association)-এর সম্পাদক চন্দন গরাই জানিয়েছেন, ২০২৫ এর ছুটির তালিকায় দেখা যাচ্ছে সংগঠনের দাবী মেনে নিয়ে পর্ষদ সরস্বতী পূজার দিন ও তার পরের দিন ছুটি দিয়েছে। আবার বিদ্যালয়ে পালনীয় দিবসগুলি পালন করার জন্য কাউকে উপস্থিত থাকার জন্য বিদ্যালয়গুলো বাধ্য করতে পারবে না।

Leave a Comment