Swami Vivekananda Scholarship 2024: উচ্চ শিক্ষার ক্ষেত্রে আর্থিক সমস্যা যাতে বাধা হয়ে না দাঁড়ায় তার জন্য সরকার একাধিক স্কলারশিপ চালু করে রেখেছে। এই স্কলারশিপগুলির সাহায্যে পড়ুয়ারা উচ্চ শিক্ষার সুযোগ পায়। রাজ্য সরকারের (Government of West Bengal) চালু করা সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপগুলির মধ্যে একটি হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM)।
রাজ্যের বেশিরভাগ পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করে আর্থিক অনুদান পেয়ে থাকে। তবে এবছর যারা এই স্কলারশিপের জন্য আবেদন করবে তাদের জন্য বিশেষ সুখবর দেওয়া হয়েছে। এই বছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই চালু হয়েছে।
এই আবেদন প্রক্রিয়ায় বেশ কিছু বদল আনা হয়েছে। বিশেষ করে অফিসিয়াল ওয়েবসাইটে কিছু বদল আনা হয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)-এর জন্য নতুন করে SVMCM 4.2 ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। যেহেতু ওয়েবসাইটে কিছু পরিবর্তন আনা হয়েছে সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তিত রূপ এসেছে। আজ আমরা এই প্রতিবেদনে আপনাদের জানাবো এই ওয়েবসাইটে কিভাবে আবেদন করবেন।
আরও পড়ুন: WBCHSE HS Syllabus: ফের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বদল নিয়ে বড়ো খবর সামনে এলো! জানুন বিস্তারত
কারা আবেদন করতে পারবে?
নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। যে সব পড়ুয়ারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক দিয়েছে অথবা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছে তারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
অনুদানের পরিমাণ
কোর্স অনুযায়ী এই স্কলারশিপের অনুদানের পরিমাণ আলাদা আলাদা রয়েছে। এই বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ করা হলো-
১) BA, B.Com কোর্সের পড়ুয়ারা পাবে ১২,০০০ টাকা।
২) Bsc বা BCA কোর্সের পড়ুয়ারা পাবে ১৮,০০০ টাকা।
৩) MBBS, BDS, BHMS, BAMS, Nursing কোর্সের পড়ুয়ারা ৬০,০০০ টাকা পর্যন্ত অনুদান পাবে।
প্রয়োজনীয় যোগ্যতা
১) স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হলে পড়ুয়াদের যোগ্যতা হিসেবে বিগত পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।
২) আবেদনকারীকে নতুন একটি কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে।
৩) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার বা তার থেকে কম হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
এই স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের যেসব নথিপত্র লাগবে সেগুলো হলো নিম্নরূপ-
১) বিগত পরীক্ষার মার্কশীট
২) বর্তমান কোর্সে ভর্তি রশিদ
৩) ব্যাংকের পাস বই
৪) পরিবারের ইনকাম সার্টিফিকেট
৫) আধার কার্ড
৬) রঙিন পাসপোর্ট সাইজ ফটো
৭) ইমেইল আইডি ও বৈধ মোবাইল নম্বর
আরও পড়ুন: Awas Yojna: আরও ১ লক্ষ নতুন বাড়ি আবাস যোজনায়, কবে থেকে টাকা পাবেন? তারিখ জানালেন মুখ্যমন্ত্রী