চলতি আর্থিক বর্ষে (২০২৪-২৫) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১০,০০০ জন নতুন কর্মচারী নিয়োগের পরিকল্পনা করছে SBI (State Bank of India)। জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক এই নতুন নিয়োগটি সাধারণ ব্যাঙ্কিং চাহিদা ও নিজস্ব প্রযুক্তিগত ক্ষমতা বাড়ানোর জন্যই করবে।
ঝামেলামুক্ত গ্রাহক সেবা প্রদান ছাড়াও এই ব্যাঙ্কটি ডিজিটাল চ্যানেলগুলিকে শক্তিশালী করার জন্য প্রযুক্তিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে।
১০ হাজার জনকে চাকরি দেবে SBI
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-এর চেয়ারম্যান সিএস শেট্টি (Challa Sreenivasulu Setty) জানিয়েছেন, প্রযুক্তির পাশাপাশি সাধারণ ব্যাঙ্কিংয়ের দিকে আমাদের ওয়ার্কফোর্সকে আমরা ক্রমশই শক্তিশালী করে তুলছি। সম্প্রতি প্রায় ১,৫০০ জন এন্ট্রি লেভেল ও সামান্য উচ্চ স্তরে নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন: ৩৫,০০০ টাকা বেতনে হলদিয়ায় শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে কর্মী নিয়োগ চলছে, জানুন বিস্তারিত
তিনি আরও জানিয়েছেন, ডেটা আর্কিটেক্ট, ডেটা সায়েন্টিস্ট এবং নেটওয়ার্ক অপারেটরদের মতো চাকরিতেও আমাদের প্রযুক্তি সংক্রান্ত নিয়োগ হয়ে থাকে। প্রযুক্তির বিভিন্ন কাজের জন্য তাঁদের নিয়োগ করা হয়ে থাকে। বর্তমান বছরে প্রায় ৮ হাজার থেকে ১০ হাজার জনকে নিয়োগ করা হবে।
জেনে রাখা ভালো যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-এর ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত মোট কর্মচারীর সংখ্যা ছিল ২,৩২,২৯৬ জন। গত অর্থবর্ষ শেষে স্টেট ব্যাঙ্কে ১,১০,১১৬ জন আধিকারিক কর্মরত ছিলেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সিএস শেট্টিকে সক্ষমতা বৃদ্ধি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্যই বর্তমানে কর্মীদের পুনরায় প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুন: আপার প্রাইমারি শিক্ষকরা মাসিক কত করে বেতন পাবেন?
তিনি জানান, প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে গ্রাহকদের প্রত্যাশারও পরিবর্তন হচ্ছে। ব্যাপকভাবে ডিজিটালাইজেশন গ্রহণ করা হচ্ছে। সেই কারণে সব স্তরের কর্মীদের নতুন দক্ষতা প্রদান করা হচ্ছে।
নেটওয়ার্ক সম্প্রসারণ সম্পর্কিত তথ্য সম্পর্কে তিনি জানিয়েছেন, চলতি অর্থবর্ষে SBI সারা দেশে ৬০০টি ব্রাঞ্চ খোলার পরিকল্পনা করেছে। ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত সারা দেশে SBI-এর ২২,৫৪২ টি ব্রাঞ্চের নেটওয়ার্ক ছিল।
আরও পড়ুন: DA News: আবার বেতন বাড়ছে! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ কতটা বাড়ছে আবার? হলো বড় ঘোষণা