SBI Recruitment 2024: কলকাতা-সহ অন্যত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

State Bank of India Recruitment 2024: কলকাতা-সহ অন্যত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক তথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনকারী প্রার্থীদের পাঁচ বছরের চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। তবে পরবর্তীতে শর্ত অনুযায়ী আরো চার বছর বাড়িয়ে দেওয়া হতে পারে। সবকটি পদ মিলিয়ে মোট ২৫ টি শূন্য পদ রয়েছে। পদ অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বার্ষিক বেতন ১৩ লক্ষ ৫ হাজার টাকা করে দেওয়া হবে। নিম্নে এই চাকরির পদের ব্যাপারে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: অনিয়ম হয়েছে সহকারি অধ্যাপক পদে নিয়োগে! আদালতে দ্বারস্থ চাকরি প্রার্থী, কী নির্দেশ দেওয়া হলো?

পদের নাম (Name of the Post)

যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-

১) ব্যাংকে হেড (প্রোডাক্ট, ইনভেসমেন্ট অ্যান্ড রিসার্চ)

২) জোনাল হেড

৩) রিজিওনাল হেড

৪) রিলেশনশিপ ম্যানেজার টিম লিড

৫) সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড)

আরও পড়ুন: এই ৬ টি শব্দ ভুলেও লিখে google সার্চ করবেন না, তাহলেই সর্বনাশ!

মোট শূন্যপদ (Total Vacancy)

সবকটি পদ মিলিয়ে মোট ২৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

নিয়োগের স্থান (Place of Employment)

কলকাতা, মুম্বাই, চেন্নাই, নয়া দিল্লি সহ দেশের সমস্ত জায়গায় প্রার্থীদের নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit)

ক্রমিক নম্বরপদের নাম বয়সসীমা
ব্যাংকে হেড (প্রোডাক্ট, ইনভেসমেন্ট অ্যান্ড রিসার্চ)৩৫ থেকে ৫০ বছরের মধ্যে
জোনাল হেড৩৫ থেকে ৫০ বছরের মধ্যে
রিজিওনাল হেড৩৫ থেকে ৫০ বছরের মধ্যে
রিলেশনশিপ ম্যানেজার টিম লিড২৮ থেকে ৪২ বছরের মধ্যে
সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড)৩০ থেকে ৪৫ বছরের মধ্যে

পদ ভিত্তিতে প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করা থাকলেও যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী রয়েছে তাদের জন্য বয়সের ছাড় রয়েছে।

আরও পড়ুন: Jio vs BSNL: এখন সবচেয়ে সস্তা মাসিক রিচার্জ প্ল্যান কার? রিচার্জ করার আগে জেনে নিন বিস্তারিত

বেতন (Salary)

পদ অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বার্ষিক বেতন ১৩ লক্ষ ৫ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া (Application Process)

যারা এই চাকরির পদে আবেদন করতে ইচ্ছুক রয়েছে তাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে আবেদন জানাতে হবে।

আরও পড়ুন: নিজ রাজ্যেই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন?

আবেদন ফি (Application Fee)

যেসব প্রার্থীরা সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে ইচ্ছুক রয়েছে তাদের আবেদন করার পর ফি বাবদ ৭৫০ টাকা দিতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরীর প্রার্থীদের জন্য ছাড় দেওয়া হয়েছে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

যেসব প্রার্থীরা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের ইন্টারভিউ এর মাধ্যমে সিলেক্ট করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

হেড (প্রোডাক্ট, ইনভেস্টমেন্ট অ্যান্ড রিসার্চ) পদের আবেদন করতে হলে প্রার্থীদের যে কোন সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করতে হবে এর পাশাপাশি অন্যান্য যোগ্যতা হিসেবে প্রার্থীদের সংশ্লিষ্ট পদে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা লাগবে।

আরও পড়ুন: LIC-র ধামাকা অফার! আবেদন করলেই পাবেন ৪০ হাজার টাকা

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদনের শেষ দিন হলো আগামী ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন: One Nation One Subscription: এবার ‘ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন’ ঘোষণা মোদীর, জানুন বিস্তারিত তথ্য

Leave a Comment