শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (Shyama Prasad Mukherjee Port Trust)-এ সার্ভেয়ার পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়সীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। যেসব প্রার্থীদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। যারা ইচ্ছুক ও যোগ্য প্রার্থী রয়েছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন। নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (Shyama Prasad Mukherjee Port Trust)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
সার্ভেয়ার পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: আপার প্রাইমারি শিক্ষকরা মাসিক কত করে বেতন পাবেন?
বয়সসীমা (Age Limit)
চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।
বেতন (Salary)
প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগের পর প্রতি মাসে ৩৫,০০০ টাকা করে বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
যেসব প্রার্থীরা এই চাকরির পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। সংস্থার নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট smportkolkata.shipping.gov.in-এ গিয়ে আবেদনপত্র সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করার পর নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা করে আসতে হবে। আবেদনের ব্যাপারে বিস্তারিত তথ্য জানুন এর নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট ও নোটিশ থেকে।
আরও পড়ুন: DA News: আবার বেতন বাড়ছে! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ কতটা বাড়ছে আবার? হলো বড় ঘোষণা
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্ভেয়ারশিপ/ সার্ভে ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। যেসব প্রার্থীদের কোন নামী সংস্থায় দুবছর চাকরির অভিজ্ঞতা রয়েছে তাদের এই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই চাকরির পদে আবেদনের শেষ তারিখ হল আগামী ২৫ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের পর সুখবর বার্ধক্য ভাতা নিয়ে! বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার