SBI Recruitment 2024: ১৬৯টি শূন্যপদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন?

SBI Recruitment 2024: ১৬৯টি শূন্যপদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন?দেশের বৃহত্তম রাষ্ট্র আয়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফ থেকে একাধিক ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো শহরে পোস্টিং দেওয়া হবে। সবকটি পদ মিলিয়ে মোট ১৬৯ টি শূন্য পদ রয়েছে। যেসব প্রার্থীদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। চাকরির একাধিক পদের বিষয়ে সম্পূর্ণ তথ্য নিম্নে উল্লেখ করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-

১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-সিভিল)

২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল)

৩) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-ফায়ার)

আরও পড়ুন: UGC Rule: এবার কম সময়েই মিলবে স্নাতক ডিগ্রি! দ্রুত কোর্স শেষের জন্য কী নিয়ম আনছে ইউজিসি?

মোট শূন্যপদ (Total Vacancy)

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিজ্ঞপ্তি মারফত জানা গেছে সবকটি পদ মিলিয়ে মোট ১৬৯ টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit)

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-ফায়ার) পদে যারা আবেদন করবে তাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি দুটি পদের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

আরও পড়ুন: DA News: ছুটির তালিকা ঘোষণার মাঝেই রাজ্যের সরকারি কর্মীদের DA নিয়ে এল বিশেষ বার্তা

বেতন (Salary)

যেসব প্রার্থীদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে তাদের মাসিক বেতন হবে ৪৮ হাজার ৪৮০ টাকা থেকে ৮৫ হাজার ৯২০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া (Application Process)

ইঞ্জিনিয়ার পদে চাকরির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত শুক্রবার থেকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট www.onlinesbi.sbi-এ গিয়ে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। সেখানে নির্দেশ মত আবেদন করে প্রয়োজনীয় নথিপত্র সমেত আবেদন মূল্য জমা করে আবেদন করতে হবে।

আরও পড়ুন: Lakshmir Bhandar: বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা? চিঠি গেল রাজ্য সরকারের কাছে

আবেদন ফি (Application Fee)

যেসব প্রার্থীরা সংশ্লিষ্ট চাকরির পদ আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন মূল্য হিসেবে ৭৫০ টাকা জমা করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

পদ ভিত্তিতে আলাদা আলাদা ভাবে প্রার্থীদের নির্বাচন করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: প্রচুর টাকা আয় হবে বাড়িতে বসে কাজ করেই, সেরা ৪টি ব্যবসার আইডিয়া রইল মহিলাদের জন্য

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-সিভিল) পরে আবেদন করতে হলে প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক পাস হতে হবে। এছাড়াও অন্যান্য যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট পদে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-ফায়ার) পদে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্যতা যাচাই করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। বাকি পদগুলোর জন্য অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের সিলেক্ট করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। এই পরীক্ষা দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্র গুলিতে নেওয়া হবে।

আরও পড়ুন: SSC: বড় খবর সামনে এলো এসএসসি-র ২৬,০০০ চাকরি মামলার সুপ্রিম কোর্টে শুনানি নিয়ে, জানুন বিস্তারিত

আবেদনের শেষ তারিখ (Last date of application)

সংশ্লিষ্ট পদে আবেদন করার শেষ তারিখ হল আগামী ১২ ই ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

Leave a Comment