SAI Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (Sports Authority of India) সাই (SAI)-এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
পদের নাম ও শূন্যপদ:
তরুণ পেশাদার (ইয়ং প্রফেশন্যাল) হিসাবে লিগ্যাল বিভাগে ১১ জনকে নিয়োগ করা হবে।
কাজের মেয়াদ ও বেতন কাঠামো:
চার বছরের চুক্তিতে এই পদের জন্য নিয়োগ করা হবে। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।
এই কাজের জন্য মাসিক ৫০ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।
বয়স সীমা:
এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://sportsauthorityofindia.gov.in/sai/) অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেওয়া রয়েছে। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা তথ্য অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার শেষ তারিখ আগামী ৬ অক্টোবর, ২০২৪।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা:
এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে এলএলবি উত্তীর্ণ হতে হবে। যদি আইনের স্নাতকোত্তর থাকে তবে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। এছাড়াও এখানে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিভাগে অন্ততপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।