বাড়তি আয় করতে ইচ্ছুক? তাহলে পোস্ট অফিসের এই বিশেষ স্কিম সম্পর্কে জেনে নিন

বর্তমান যুগের বাজারদর যে হারে বৃদ্ধি পাচ্ছে সেখানে নিজের মাইনের পাশাপাশি আয়ের জন্য অন্য একটি অপশন থাকা খুবই জরুরি। অন্য অপশনটি থেকে আয় করার আগে অবশ্যই সেই অপশনটি সম্বন্ধে জেনে রাখা প্রয়োজন।

বর্তমানে পোস্ট অফিস (Post Office Scheme) হল এমন একটি অপশন যেখানে বিনিয়োগ করলে কোনো ঝুঁকির সম্মুখীন হতে হয় না। এছাড়াও পোস্ট অফিসে বিনিয়োগ করলে বেশ ভালো পরিমাণেই সুদ পাওয়া যায়।

পোস্ট অফিস (Post Office Scheme) আগে ৭% হারে সুদ দিত। এখন পোস্ট অফিস ৭.৫ % হারে সুদ দিয়ে থাকে।

আরও পড়ুন: Jio New Plan: ধামাকা অফার Jio-র! ৩ মাস আনলিমিটেড কল, রোজ ২GB ডেটা

আপনি যদি বর্তমানে ৫ বছরের মেয়াদে বিনিয়োগ করেন তাহলে আপনিও ৭.৫% হারে সুদ পেয়ে যাবেন।

বর্তমানে পোস্ট অফিসে আপনি যদি ৫ লাখ টাকা ৫ বছরের মেয়াদে বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি ৭.৫% হারে সুদ বাবদ ২ লাখ ২৪ হাজার ৯৭৪ টাকা পাবেন। মেয়াদ পূর্তির সময় আপনি আসল ও সুদ মিলিয়ে মোট ৭ লাখ ২৪ হাজার ৯৭৪ টাকা পেয়ে যাবেন।

আরও পড়ুন: iPhone এখন সবার হাতে, ভারতে রেকর্ড গড়ল Apple

তাহলে ভাবুন আপনার কত টাকা লাভ হতে পারে। এই পরিমাণ লাভ আপনি ব্যাঙ্ক বা অন্য কোথাও পাবেন না।

আরও পড়ুন: ভুয়ো ফোন বা মেসেজ এলে এবার সাবধানসূচক বার্তা দেবে টেলিকম সংস্থা! কবে থেকে পাওয়া যাবে এই পরিষেবা?

Leave a Comment