Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে ১০ লাখ টাকা হবে ৩০ লাখ! জানুন বিস্তারিত

Post Office Scheme: মানুষ এখন বিনিয়োগের মূল্য বুঝতে পেরে আগের তুলনায় অনেক বেশি পরিমাণে বিনিয়োগ করতে শুরু করেছে। ঝুঁকির কারণে আগে সাধারণ মানুষ বিনিয়োগ করতে ভয় পেত। সম্পূর্ণ নিরাপত্তা পাওয়া যাবে কিনা এই নিয়ে এখনও সকলেই চিন্তিত থাকে। তবে সঠিক জায়গায় বিনিয়োগ করলে তাতে কোন ঝুঁকির সম্ভাবনা থাকে না। আবার বিনিয়োগের শেষে ভালো টাকা রিটার্নও পাওয়া যায়।

এদিক থেকে ব্যাংকের পাশাপাশি একাধিক পোস্ট অফিসে ভালো স্কিম রয়েছে যেগুলিতে বিনিয়োগ করলে সময় শেষে মোটা টাকা আয় করা যায়। আজ আমরা আপনাদের পোস্ট অফিসের এমনই একটি স্কিমের ব্যাপারে জানাবো যেখানে বিনিয়োগ করে আপনি নিশ্চিত লাভবান হবেন। পোস্ট অফিসের এই স্কিমের নাম হলো পোস্ট অফিস এফডি স্কিম (Post Office FD Scheme)।

আপনি যদি পাঁচ বছরের মেয়াদে পোস্ট অফিসের এফডি স্কিমে (Post Office FD Scheme) বিনিয়োগ করেন তাহলে ৭.৫ শতাংশ সুদের হার পাবেন। পাশাপাশি আয়কর আইন 80C এর অধীনে কর সুবিধাও পাওয়া যাবে। পোস্ট অফিস এফডি স্কিম (Post Office FD Scheme) হলো এমন একটি স্কিম যেখানে বিনিয়োগ করে আপনি অর্থ তিন গুন করতে পারবেন। তবে সেটি কিভাবে? চলুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Jio cheapest offer: মাত্র ৩০ টাকায় ২৪ gb ডেটা দিচ্ছে Jio! জানুন বিস্তারিত

পোস্ট অফিস এফডি স্কিমে (Post Office FD Scheme) আপনাকে প্রথমে ৭.৫ শতাংশ সুদের হারে পাঁচ বছরের জন্য বিনিয়োগ শুরু করতে হবে। এরপর ম্যাচিউরিটি শেষ হয়ে যাওয়ার আগে তিনগুণ অর্থ করতে চাইলে এটি এক্সটেন্ড করতে হবে। পরপর দুইবার এক্সটেনশন করলে আপনাকে ১৫ বছরের জন্য এই স্কিম চালাতে হবে।

এবার টাকার হিসেবে আসা যাক। ধরা যাক আপনি এই স্কিমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলেন। তাহলে ৭.৫ শতাংশ সুদের হারে আপনি ৫ বছরে এই অর্থের উপর ৪,৪৯,৯৪৮ টাকা সুদ পাবেন। এতে সুদ ও আসল মিলিয়ে মোট টাকা হবে ১৪,৪৯,৯৪৮ টাকা।

আরও পড়ুন: Raiganj: স্কুলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাস্টিক বুথ রায়গঞ্জে

৫ বছর মেয়াদ বাড়িয়ে দিলে সেক্ষেত্রে শুধুমাত্র সুদ হিসেবে আপনি পাচ্ছেন ১১,০২,৩৪৯ টাকা। আর ১০ বছরে এই টাকার পরিমাণ হচ্ছে ২১,০২,৩৪৯ টাকা। মোট ১৫ বছর বিনিয়োগের পর আপনার ১০ লক্ষ টাকা থেকে শুধুমাত্র সুদ হিসেবে পাচ্ছেন ২০,৪৮,২৯৭ টাকা।

অর্থাৎ এই স্কিমে বিনিয়োগ করে আপনি আপনার মূলধনের দ্বিগুণ পরিমাণ সুদ পাচ্ছেন আর আপনি যে পরিমাণে অর্থ বিনিয়োগ করবেন মেয়াদ শেষে তার তিনগুণ ফিরে পাবেন। এক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ বেশি হলে রিটার্ন বেশি পাওয়া যাবে।

আরও পড়ুন: পুজোর আগে! উচ্চ প্রাথমিক নিয়োগে কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করলো SSC

আপনি যদি এই স্কিমে নিয়োগ করতে আগ্রহী হন তাহলে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। তবে বিনিয়োগ করার আগে স্কিম সম্পর্কে ভালোভাবে জেনে ও বিনিয়োগের সমস্ত নিয়মাবলী জেনে তবেই বিনিয়োগ করা শুরু করুন।

আরও পড়ুন: নতুন নিয়ম ১ অক্টোবর থেকে! LPG থেকে ব্যাঙ্কে কী কী বদল? জানুন বিস্তারিত

Leave a Comment