Raiganj: স্কুলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাস্টিক বুথ রায়গঞ্জে

Raiganj: স্কুলে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্লাস্টিক বুথ রায়গঞ্জে এইবার প্লাস্টিক ব্যবহারের বিপক্ষে সরব হলেন রায়গঞ্জের (Raiganj) ভূপালচন্দ্র বিদ্যাপীঠের (Bhupal Chandra Vidyapith) প্রধান শিক্ষক উৎপল গোস্বামী। এই কাজের জন্য তিনি যা কৃতিত্ব সৃষ্টি করেছেন তার উদাহরণ খুব কমই দেখা যায়।

রায়গঞ্জের ওই এলাকায় এখনো পর্যন্ত কোনো প্লাস্টিক বুথ তৈরি হয়নি, সেখানে তিনি নিজের স্কুলে প্লাস্টিক বুথ তৈরি করে দেখান। এটি তৈরি করতে খরচ হয়েছে ২০ হাজার টাকা, আর এই টাকা তিনি নিজেই দেন। এরকমটা আমরা সচরাচর খুব কমই দেখতে পাই।

এই প্লাস্টিক বুথ এর রঙ হলো খয়েরী। যা প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী স্কুলের মধ্যে বসানো হয়েছে। তিনি প্রথম ওই স্কুলটিতে জয়েন করেন ২০১৪ সালে। ওই সময় থেকে তিনি স্কুলে প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করছেন। স্কুলের পঠন পাঠনের পাশাপাশি আরও একাধিক বিষয়ের দেখভাল করেন তিনি।

আরও পড়ুন: পুজোর আগে! উচ্চ প্রাথমিক নিয়োগে কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করলো SSC

স্কুলের সৌন্দর্য বজায় রাখার জন্য তিনি সবসময় চেষ্টা করেন। যার ফলাফল স্বরূপ তিনি নিজের টাকা ব্যয় করে স্কুলের মধ্যে প্লাস্টিক বুথ তৈরি করেন। অনেকেই এই বিষয়ের প্রশ্ন করেন যে স্কুলের মধ্যে তিনি প্লাস্টিক বুথ তৈরি করলেন কেনো।

এর উত্তরে প্রধান শিক্ষক উৎপলবাবু বলেন, “আমাদের সকলের মধ্যে প্লাস্টিক নিয়ে একটা সচেতনতা রয়েছে। তবুও স্কুলের আশেপাশের বিভিন্ন দোকানের সামগ্রীর প্রায় সবগুলোই প্লাস্টিকের মোড়কে থাকে। পড়ুয়ারা সেগুলো কিনে স্কুলে নিয়ে আসে। প্লাস্টিকের ভিতরে থাকা প্রয়োজনীয় অংশটুকু নিয়ে প্লাস্টিক এখানে ওখানে ফেলে দেয়। বহুবার পড়ুয়াদের বোঝানো হয়েছে। তবুও বন্ধ করা যাচ্ছে না। এদিকে স্কুলের তহবিলে অর্থ না থাকায় নিজেকে উদ্যোগ নিতে হল। স্কুল চত্বর প্লাস্টিক মুক্ত করতে সকলের সহযোগিতায় এই বুথ তৈরি করেছি।”

আরও পড়ুন: নতুন নিয়ম ১ অক্টোবর থেকে! LPG থেকে ব্যাঙ্কে কী কী বদল? জানুন বিস্তারিত

স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে পরিচালন সমিতির সদস্য সকলেই তার অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ওই স্কুলের একজন শিক্ষক রিপন দাস তিনি জানান, “উৎপল গোস্বামীর উদ্যোগ দেখে আমরা অভিভূত হয়েছি। আমরা মুখে প্লাস্টিকের বিরুদ্ধে লড়ছি। উনি নিজের টাকা খরচ করে প্লাস্টিক বুথ তৈরি করে নিদর্শন তৈরি করলেন।”

আরও পড়ুন: Government Jobs in West Bengal: ৯০ হাজার টাকা বেতনে রাজ্যে সরকারি চাকরির সুযোগ, আবেদন প্রক্রিয়া সহ রইলো বিস্তারিত

আবার স্কুলের পরিচালন সমিতির সভাপতি পলাশ রায় বলেন যে, “প্লাস্টিকের বিরুদ্ধে লড়াই করতে প্রধান শিক্ষকের পদক্ষেপে আশা করি পড়ুয়াদের মধ্যে সচেতনতা তৈরি হবে।”

আরও পড়ুন: Jio New Recharge Plan: দুর্দান্ত প্ল্যান Jio-র! একবার রিচার্জ করলে ৯৮ দিন নিশ্চিন্ত

এর পূর্বে অন্য কোনো স্কুল থেকে এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়নি। উৎপল বাবুই প্রথম যিনি টাকা ব্যয়ে স্কুলের মধ্যে প্লাস্টিক বুথ তৈরি করে দিয়েছেন। আশা করা যায় তার এমন উদ্যোগে অনুপ্রাণিত হবে একাধিক স্কুলের শিক্ষক–শিক্ষিকা ও পড়ুয়ারা। পাশাপাশি সচেতন হবে সমাজের সাধারণ মানুষেরা।

আরও পড়ুন: ফোন কেনার ১০,০০০ টাকা ঢুকবে এই সময়ে! সুখবর দিল রাজ্য সরকার

Leave a Comment