October Holiday List 2024: ৫-৬ দিন স্কুল-কলেজ-অফিস ছুটি থাকবে অক্টোবর মাসে! ছুটির তালিকা দেখে নিন

October Holiday List 2024: অক্টোবর মাস শুরু হতেই দুর্গাপুজো শুরু হবে। তারপরেই আবার রয়েছে কালীপুজো অর্থাৎ দীপাবলি। সব মিলিয়ে পুরো অক্টোবর মাস টাই উৎসবের। আর এই উৎসব উপলক্ষে দীর্ঘদিনের একটি ছুটি রয়েছে। সরকারি কর্মীসহ স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা সকলেই এই মাসে লম্বা একটি ছুটি পাবে।

এই রাজ্যে দুর্গাপুজো অনেক ধুমধামে সঙ্গে পালন করা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে চলে এই উৎসব। পঞ্চমী থেকে শুরু হয় বিসর্জনে গিয়ে শেষ হয়। তার আগে মহালয়ার পর থেকে যেন মনে হয় পুজো শুরু হয়েছে।

তবে দুর্গো পূজোতেই শেষ নই। এর পরই রয়েছে লক্ষ্মীপূজো ও কালীপুজো। ফলে ছুটির দিনের পরিমাণটা থাকছে অনেক বেশি। এই মাসে একাধিক স্কুল ও কলেজ গুলিতে প্রায় এক মাসের ছুটি দিয়ে দেওয়া হয়। আজ আমরা এই প্রতিবেদনে অক্টোবর মাসের কোন কোন তারিখে ছুটি থাকছে তা উল্লেখ করব চলুন জেনে নেওয়া যাক-

২) ২ অক্টোবর বুধবার মহালয়া ও গান্ধী জয়ন্তী উপলক্ষে সরকারিভাবে ছুটি থাকছে।

২) ১১ অক্টোবর অষ্টমী ও ১২ অক্টোবর দশমী উপলক্ষে সরকারিভাবে ছুটি থাকছে।

৩) ৩১ অক্টোবর দীপাবলি ও ১ নভেম্বর দিওয়ালির কারণে ছুটি থাকবে।

আরও পড়ুন: Indian Navy Recruitment 2024: লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় নৌবাহিনীতে নিয়োগ চলছে! রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

খাতায়-কলমে বা সরকারিভাবে এই দিনগুলিতে ছুটি থাকছে তবে অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে লম্বা একটি ছুটি থাকবে। পাশাপাশি আরও কয়েকদিনের ছুটি যুক্ত হবে। এই অবস্থায় আপনি চাইলে দীর্ঘদিনের একটি ভ্রমনে যেতে পারেন। তার জন্য এখন থেকেই টিকিট করে রাখুন। এই ছুটির সময় সপরিবারে চাইলে ভ্রমণে বেরোনো যাবে।

আরও পড়ুন: Jio Free Recharge Offer: ১ বছরের জন্য ফ্রি জিও-র রিচার্জ! এর জন্য কী করতে হবে জেনে নিন

Leave a Comment