Holiday List: প্রচুর ছুটি অক্টোবর মাসে! কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ? রইলো তালিকা

October Holiday List 2024: সেপ্টেম্বর মাস শেষ হয় অক্টোবর মাস শুরু হতে আর খুব বেশি দেরি নাই। এই মাসের জন্য বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ এই অক্টোবর মাসেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এখানেই শেষ নয় এর পাশাপাশি গান্ধী জয়ন্তী, দিওয়ালি সহ আরো একাধিক পূজো ও উৎসব রয়েছে। আজ আমরা এই প্রতিবেদনে আপনাদের জানাবো অক্টোবর মাসের কোন কোন দিন গুলি সরকারিভাবে ছুটি থাকছে।

একাধিক পুজো উৎসব থাকার কারণে দীর্ঘদিন টানা সরকারিভাবে ছুটি থাকবে। এই সুযোগে আপনারা কেউ যদি চান তাহলে ভ্রমনে যেতে পারেন। পূজোর এই সময়টি হল ভ্রমণে যাওয়ার সুবর্ণ সুযোগ তাই কোনভাবেই এই সুযোগ হাতছাড়া করবেন না।

অক্টোবর মাসের ছুটির দিন

১) ২রা অক্টোবর তারিখে মহাত্মা গান্ধীর জন্মদিন থাকায় ঐদিন সরকারিভাবে ছুটি রয়েছে।

২) ৬ অক্টোবর পাবলিক হলিডে ও রবিবার।

আরও পড়ুন: Holiday List: প্রচুর ছুটি অক্টোবর মাসে! কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ? রইলো তালিকা

৩) ৫ অক্টোবর শনিবার হওয়ায় ওইদিন সরকারি অফিস এমনিতেই বন্ধ থাকবে।

৪) ৭ অক্টোবর তারিখ থেকে টানা ১৮ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে ছুটি থাকবে।

৫) ২০ অক্টোবর রবিবার হওয়ায় ঐদিন সাপ্তাহিক ছুটি থাকবে।

৬) ২৯ অক্টোবর কালীপুজো ও দীপাবলি উপলক্ষে থাকছে ছুটি থাকবে।

আরও পড়ুন: RRB Recruitment 2024: উচ্চ মাধ্যমিক পাশে হাজার হাজার কর্মী নিয়োগ করছে ভারতীয় রেল! আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন

৭) ৩০ অক্টোবর দিওয়ালির অধীনে আরও একটি ঐচ্ছিক ছুটি থাকবে।

৮) ৩১ অক্টোবর বৃহস্পতিবার নরক চতুর্দশী ও দীপাবলি উপলক্ষে ছুটি থাকবে।

আরও পড়ুন: আর করতে হবে না Jio-Airtel এর দামি রিচার্জ! BSNL এর এই সস্তা প্ল্যানে ৩৬৫ দিন রিচার্জ থেকে মুক্তি

তবে রাজ্য ভেদে এই ছুটি আলাদা আলাদা হয়ে থাকে। কারণ প্রতিটি রাজ্যে দুর্গাপুজো সমানভাবে পালিত হয় না। আবার একাধিক রাজ্যে উৎসব ভিন্ন ভাবে পালিত হয়ে থাকে। তাই আপনার রাজ্যে কোন তারিখে ছুটি রয়েছে তার দেখার জন্য সরকারি ছুটির সঙ্গে ভালোভাবে মিলিয়ে নিন।

আরও পড়ুন: ৫৮,৫০০ টাকা বেতনে রাজ্যের সরকাররি স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ চলছে, রইলো বিস্তারিত

Leave a Comment