রাজ্য সরকারের চালু করা একাধিক প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পটি হলো লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। আর তফশিলি জাতি ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা ১২০০ টাকা করে পান।
তবে সম্প্রতি রাজ্য সরকার (Government of West Bengal) একটি নতুন নিয়ম চালু করেছে যেটি না মানলে আর লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না। তাই আপনি যদি একজন লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের উপভোক্তা হন তাহলে অবশ্যই নিম্নলিখিত প্রতিবেদনটির সম্পূর্ণ পড়ুন।
পশ্চিমবঙ্গ সরকারের চালু করা আরো একটি জনপ্রিয় প্রকল্প হল ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার সুবিধার জন্য মোবাইল বা ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের আর্থিক অনুদানের পরিমাণ হলো দশ হাজার টাকা।
আরও পড়ুন: ৪৮,০০০ টাকা মাসিক বেতনে ব্যাঙ্কে চাকরির সুযোগ, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত
এবছর এই প্রকল্পে ছাত্রদের একাউন্টে টাকা দেওয়ার ক্ষেত্রে বিরাট এক অনিয়ম ধরা পড়েছে। আর এতেই কার্যত প্রশাসন সহ সরকার নড়েচড়ে বসেছে। অন্যান্য প্রকল্পগুলিতে যাতে এমন অনিয়ম না হয় তা করার জন্যই নতুন একটি পরিকল্পনা তৈরি করেছে সরকার যা আগামী বছর থেকে কার্যকর হবে।
এই প্রকল্পে আর যাতে কোন অনিয়ম না হয় তার জন্য আধার নম্বরের ব্যবহার বাধ্যতামূলক করা হতে পারে। সরকারি সূত্রে জানা গেছে সম্প্রতি এই বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং এ বিষয়ে সচেতন হতে শিক্ষা দপ্তরকে এই আধার নম্বর সংযুক্তিকরণের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১০০০ বদলে পাবেন ১৮০০ টাকা! বাড়ানো হল ভাতার টাকা
রাজ্যে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প যেহেতু সর্বাধিক জনপ্রিয় তাই এই প্রকল্পে যাতে কোন রকম অনিয়ম না ঘটে সেই বিষয়েও সরকার সতর্ক হওয়ার জন্য জানিয়েছে জানিয়েছে। রাজ্যের মহিলাদের এই প্রকল্পের মাধ্যমে অর্থ সাহায্য করার ক্ষেত্রে তাদের আধার নম্বর ব্যবহার করা হয়ে থাকে।
এই প্রকল্পটি চালু হয়েছে মাত্র কয়েক বছর আগে কিন্তু ইতিমধ্যে এই প্রকল্পের গ্রাহক সংখ্যা প্রায় দুই কোটি ছাড়িয়ে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত ভুল একাউন্টে টাকা ট্রান্সফারের মত ঘটনা ঘটেনি তবুও এই প্রকল্পে যাতে কোনো রকম অনিয়ম না হয় সেজন্য সরকার সহ প্রশাসন আগে থেকেই পরিকল্পনা করেছে।
আরও পড়ুন: আপনার আধারের সঙ্গে ভুয়ো ফোন নম্বর লিংক করে কেউ জালিয়াতি করছে? কী ভাবে ধরবেন জানাল টেলিকম বিভাগ
তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের একাউন্টে টাকা দেওয়ার ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে তা যাতে আর কখনো না হয় তার জন্য লক্ষ্মীর ভান্ডার (Lakhsmir Bhandar) প্রকল্পটিকে কার্যকর হিসেবে মনে করছে।
রাজ্যে এই প্রকল্পের দায়িত্ব রয়েছে রাজ্য নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর। তাই সরকার তাদের সঙ্গে স্কুল শিক্ষা দপ্তরকে পরামর্শ করা নির্দেশ দিয়েছে। পাশাপাশি শিক্ষা দপ্তরকে এই বলে হুশিয়ার করা হয়েছে যেন আগামী বছর থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের টাকা দেওয়ার ক্ষেত্রে কোন রকম অনিয়ম না হয়।
আরও পড়ুন: Graduation Courses: এবার ডিগ্রি পেয়ে যাবেন ৪ বছরের আগেই! গ্র্যাজুয়েশন নিয়ে ফের নিয়ম বদল করছে UGC