Nabanna On PMAY Scheme: নবান্ন (Nabanna)-এর তরফ থেকে আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে একটি নতুন নির্দেশিকা জারি করা হল। ফের আবাস যোজনার (PMAY) তালিকা থেকে বাদ যাওয়া নামগুলি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হল।
জেলা প্রশাসন কর্তৃপক্ষ আবাস যোজনা থেকে বাদ যাওয়া নামের তালিকা যাচাই করবে। নবান্ন (Nabanna)-এর তরফ থেকে নির্দেশ দিয়ে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তালিকা যাচাই করার কথা বলা হয়েছে। নবান্ন এর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো যোগ্য ব্যক্তি যেন তালিকা থেকে বাদ না যায়।
সমীক্ষা শুরু হওয়ার সাথে সাথেই আবাস যোজনার তালিকা নিয়ে জেলায় জেলায় গরমিলের অভিযোগ সামনে এসেছে। আবাস যোজনার তালিকায় স্বজনপোষণের অভিযোগ এসেছে হুগলির গোঘাটে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। তৃণমূলেরই একজন পঞ্চায়েত সদস্য আবাস যোজনার তালিকায় স্বজনপোষণের অভিযোগ তুললেন। গ্রামবাসীদের বিক্ষোভে তিনিও সামিল হন।
আরও পড়ুন: Google Pay: ১,০০১ টাকা গুগল পে, কিভাবে পাবেন জেনে নিন
এছাড়াও বীরভূমের রামপুরহাটের স্থানীয় তিলডাঙা গ্রামের বাসিন্দারাও আবাস যোজনার তালিকা গরমিলের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। রাজ্যের দুই জেলায় একই দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ উঠল।
মান্দারণ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেত্রী ও সদস্য রুকসত পারভিন জানাচ্ছেন যে অনেকেই তার বাড়িতে গিয়ে বলেছেন ত্রিপল দেওয়া হয়নি কেন? বাড়ি দেওয়া হয়নি কেন? আবাস যোজনার বাড়ি যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে ন। কিন্তু যারা পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছে।
এছাড়াও আবাস যোজনার তালিকায় সঠিক উপভোক্তাদের নাম নেই বলে অনেক গ্রামবাসীই বিক্ষোভ দেখাচ্ছেন।
আরও পড়ুন: আপনার নাম আবাস যোজনার ঘরের লিস্টে না থাকলে কি করবেন? নাম কেটে দিলে এই পদক্ষেপগুলি নিন