Ration Card: বাদ যাচ্ছে অনেকের রেশন কার্ড, আপনারটা চালু আছে তো? সহজেই চেক করুন

Ration Card: যেকোনো কল্যাণকামী রাষ্ট্রের জনগণের সার্বিক উন্নতির জন্যে যুক্তরাষ্ট্রীয় সরকার কাঠামোর অধীন রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার (Government of India) নানা রকমের জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে থাকে। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলিতে জনগণকে সঠিক মাত্রায় খাদ্য পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম হল সরকারি গনবন্টন ব্যবস্থা বা রেশন ব্যবস্থা। দারিদ্রসীমার নীচে বসবাসকারী গরীব জনগণকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য দেওয়া হয়ে থাকে এই ব্যবস্থার মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়ে থাকে চাল, গম/আটা, চিনি সহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। উপযুক্ত মানুষেরা যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবুও দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ এই সুবিধা থেকে বঞ্ছিত হচ্ছেন।

এই গনবন্টন ব্যবস্থার সুবিধা নিতে গেলে সর্বপ্রথম দরকার রেশন কার্ড (Ration Card)। এই রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে থাকতে হবে বেশ কিছু বিশেষ যোগ্যতা। আবার এই রেশন কার্ড যাতে ঠিকমতো চালু থাকে তার জন্য বেশ কিছু নিয়ম পালন করতে হবে। এই নিয়মগুলির অন্যতম হল ই-কেওয়াইসি (e-KYC)। যে সব ব্যক্তিরা রেশন কার্ড পেয়ে গিয়েছেন তাদের যদি ই-কেওয়াইসি করা না থাকে তাহলে সেটা অবশ্যই সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে করতে হবে।

ই-কেওয়াইসি (e-KYC)-এর সময়সীমা আবারও বৃদ্ধি করা হল

কেন্দ্রীয় সরকার (Government of India) রেশন কার্ড ই-কেওয়াইসি (e-KYC) করার সময়সীমা এই নিয়ে দু’বার বৃদ্ধি করেছে। আরও একবার সেই সময়সীমা বাড়ানো হল।নির্দেশিকা অনুযায়ী চলতি বছরের ৩১ ডিসেম্বর হল ই-কেওয়াইসি করার শেষ তারিখ। এরপর এই সময়সীমা বৃদ্ধির বিশেষ সম্ভবনা নেই।

আরও পড়ুন: Jio vs BSNL: ৭০ দিনের ভ্যালিডিটি সহ জিও নাকি বিএসএনএল, কার রিচার্জ প্ল্যানে সব থেকে বেশি সুবিধা?

এই সময়সীমার মধ্যে যে সমস্ত ব্যক্তিদের ই-কেওয়াইসি করানো নেই, তাদের রেশন কার্ড বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আপনার কার্ডটির ই-কেওয়াইসি করা আছে কিনা কীভাবে যাচাই করবেন সেটি আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।

কীভাবে যাচাই করবেন আপনার নাম?

আপনার বা আপনার পরিবারের রেশন কার্ডগুলি ই-কেওয়াইসি করা আছে কিনা জানতে আপনি আপনার নিকটবর্তী রেশন দোকান কিংবা সাইবার ক্যাফেতে যেতে পারেন। আবার আপনি নিজের ঘরে বসেও এটি চেক করে নিতে পারেন।

আরও পড়ুন: ১ লক্ষ ৮০ হাজার টাকা বেতনে কেন্দ্রীয় সংস্থা GAIL India-তে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন?

এরজন্য প্রথমে আপনাকে ন্যাশনাল ফুড সিকিউরিটির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ওয়েবসাইটে নিজের প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর আপনার কিংবা আপনার পরিবারের রেশন কার্ডের স্ট্যাটাস জেনে নিতে পারবেন। গনবন্টন ব্যবস্থায় ভুয়ো গ্রাহকদের সুবিধা বন্ধ করে আরও বেশি সংখ্যক বঞ্চিত মানুষদের এই ব্যবস্থার আওতায় আনাই সরকারের আসল লক্ষ্য।

আরও পড়ুন: ৭১ লক্ষ টাকা পেতে পারেন মাসে মাত্র ২৫০ টাকা বিনিয়োগ করেই, পোস্ট অফিসের কোন স্কিমে পাবেন? জেনে নিন

Leave a Comment