Madhyamik Exam 2025: বিরাট ‘বদল’ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে! স্কুলেগুলোতে গেল নির্দেশিকা

Madhyamik Exam 2025: মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) এবার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল। মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) প্রতিবছরের মতো এ বছরেও প্রশ্ন বিভ্রাট এড়ানোর জন্য একটি নির্দেশিকা জারি করেছে।

রাজ্যের ভাবমূর্তি বা পর্ষদের ভাবমূর্তি নষ্ট করবে এমন কোনো প্রশ্ন মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় রাখা যাবেনা। এরকমই আরও বেশ কিছু বিষয় নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনো বিদ্যালয় মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় কোনো বিতর্কিত প্রশ্ন বা অবাঞ্ছিত প্রশ্ন বা সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন করে থাকে তাহলে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকার উপর তার দায় বর্তাবে।

আরও পড়ুন: বিরাট পরিবর্তন আসছে কলেজ-বিশ্ববদ্যালয়ে অধ্যাপক নিয়োগে! কী বড় পদক্ষেপ নিলো UGC?

এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে, এলাকার একাধিক বিদ্যালয়গুলি একসঙ্গে (ক্লাস্টার) টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতে পারবে না।

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, প্রতিটি বিদ্যালয়কে পৃথক-পৃথক প্রশ্নপত্র তৈরি করতে হবে।

আরও পড়ুন: রেকর্ড পতন হলো ভারতীয় মুদ্রার! সর্বকালীন সর্বনিম্ন স্তরে টাকা! কেন এই অবস্থা? আসল কারণ জেনে নিন

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত পরীক্ষার্থীরা বসবে সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য একটি বড় খবর রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের ক্ষেত্রে একটি নতুন পদ্ধতি আনছে। পরীক্ষার্থীদের যাতে বিদ্যালয়ে গিয়ে কোনো সমস্যায় পড়তে না হয়, সেই কারণেই এই নতুন পদ্ধতিটি নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুন: Railway Ticket: এই ৫ সুবিধা একদম free থাকে রেলের টিকিটের সঙ্গে, না জানলে পস্তাবেন!

Leave a Comment