LIC New Jeevan Anand: বর্তমান বাজারে যেভাবে মুদ্রাস্ফীতি ঘটছে তাতে বিনিয়োগ না করলে উপায় নেই। তবে সমস্যা হচ্ছে বিনিয়োগ করার সঠিক জায়গা খুঁজে বের করা। দেশের বৃহত্তম বীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India) বা LIC একাধিক প্রকল্পের মাধ্যমে সঞ্চয় প্রকল্প গুলির উপর নিরাপত্তা প্রদান করে থাকে। এর মাধ্যমে একদিকে যেমন মানুষ আর্থিক নিরাপত্তা পায় অন্যদিকে টাকাও সুরক্ষিত থাকে।
এল আই সি (LIC)-র এমন একাধিক স্কিম রয়েছে তবে তার মধ্যে উল্লেখযোগ্য একটি স্কিম হল LIC-এর জীবন আনন্দ পলিসি। এটি এমন একটি স্কিম যেখানে প্রতিদিন মাত্র ৪৫ টাকা বিনিয়োগ করে ২৫ লক্ষ টাকা ফিরে পাওয়া যায়। অনেক গ্রাহক আছে যারা কম প্রিমিয়ামে অনেক টাকা আয় করতে চান তাদের জন্য এই জীবন আনন্দ পলিসি একটি দুর্দান্ত অপশন হতে পারে৷
পাশাপাশি এই পলিসি হলো একটি টার্ম পলিসির মতো। এই পলিসি যতদিন কার্য করে থাকবে ততদিন আপনি এতে প্রিমিয়াম দিতে পারবেন। এখানেই শেষ নয় এই পলিসি থেকে একাধিক ম্যাচিউরিটির সুবিধা পাওয়া যায়। গ্রাহকরা এল আই সি (LIC)-র এই স্কিমে যদি সর্বনিম্ন ১ লক্ষ টাকা বিনিয়োগ করে তাহলে সেখান থেকে সাম অ্যাসিওর্ড পাওয়ার সুযোগ পাবে।
আরও পড়ুন: Holiday List: পূজোপার্বণ মিলিয়ে সরকারি কর্মচারীদের ৪৬ দিন ছুটি দিল নবান্ন, দেখে নিন ছুটির তালিকা
৪৫ টাকা থেকে কিভাবে ২৫ লক্ষ টাকা পাবেন?
আপনি যদি প্রতিমাসে LIC জীবন আনন্দ পলিসিতে প্রায় ১৩৫৮ টাকা জমা করে জমা করেন তাহলে নির্ধারিত মেয়াদ শেষে আপনি ২৫ লক্ষ টাকা পেতে পারেন। প্রতিদিনের হিসেবে এটি ৪৫ টাকা করে পড়ছে। এটি একটি দীর্ঘমেয়াদি সঞ্চয়ী স্কিম। প্রতিদিনের হিসেবে ৪৫ টাকা করে জমা করে ৩৫ বছর পর আপনি ২৫ লক্ষ টাকা পাবেন।
বিনিয়োগের হিসেব
এলআইসি (LIC) জীবন আনন্দ পলিসিতে আপনি যদি প্রতি বছর ১৬,৩০০ টাকা ৩৫ বছর পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনার জমা করা মোট অর্থের পরিমাণ হবে ৫,৭০,৫০০ টাকা। এবার পলাশীর মেয়াদ অনুসারে মূল বীমার পরিমাণ হবে ৫ লক্ষ টাকা। সাধারণত দুইবার বোনাস দেওয়া হয়ে থাকে। কিন্তু তার জন্য পলিসি ১৫ বছরের জন্য নিতে হবে।
এই মেয়াদ পূরণ হয়ে গেলে আপনাকে ৮.৬০ লক্ষ টাকার একটি রিভিশনারি বোনাস এবং ১১.৫০ লক্ষ টাকার চূড়ান্ত বোনাস দেওয়া হবে। এতে বিনিয়োগ করলে কোন ট্যাক্স ছাড় পাওয়া যায় না। কিন্তু আর্থিক সুবিধার পাশাপাশি আরও একাধিক সুবিধা পাওয়া যায়। এই পলিসিতে ৪ ধরনের রাইডার পাওয়া যায়। সেগুলি হল অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার, অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি রাইডার, নিউ ক্রিটিক্যাল বেনিফিট রাইডার এবং নিউ টার্ম ইন্স্যুরেন্স রাইডার ।
পাশাপাশি এই পলিসিতে ডেথ বেনিফিট এরও সুবিধা রয়েছে। অর্থাৎ বিনিয়োগকারী যদি মারা যায় তবে নমিনি পলিসির ডেথ বেনিফিটের ১২৫ শতাংশ পাবেন। আবার একই সময়ে বিনিয়োগকারী যদি মেয়াদ এর আগে মারা যায় তাহলে নমিনি সাম অ্যাসিওর্ড পাবেন। সব মিলিয়ে বলতে গেলে এই পলিসিতে বিনিয়োগ করলে বিশেষ সুবিধা রয়েছে।
আরও পড়ুন: UGC Rule: এবার কম সময়েই মিলবে স্নাতক ডিগ্রি! দ্রুত কোর্স শেষের জন্য কী নিয়ম আনছে ইউজিসি?
প্রসঙ্গত উল্লেখ্য, আপনি কোথায় বিনিয়োগ করবেন তা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। কোন জায়গায় বিনিয়োগ করার আগে অবশ্যই তার বিষয়ে সঠিকভাবে খোঁজখবর নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করুন। আমাদের প্রতিবেদন শুধুমাত্র নির্দিষ্ট কোন বিষয়ে সঠিক বার্তা প্রেরণ করার উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে। একটি পরামর্শ বিষয়ক নয়।
আরও পড়ুন: DA News: ছুটির তালিকা ঘোষণার মাঝেই রাজ্যের সরকারি কর্মীদের DA নিয়ে এল বিশেষ বার্তা