Krishak Bandhu Scheme 2024: মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনদরদী প্রকল্পের সূচনা করেছেন। যেমন স্বাস্থ্য সাথী (Swasthya Sathi), কন্যাশ্রী (Kanyashree), রূপশ্রী (Rupashree), লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প।
এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের কৃষকদের জন্যও একটি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পটির নাম হল কৃষকবন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme)। এই কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কৃষকেরা মোটা টাকা পেয়ে থাকেন।
সূত্র মারফত জানা যাচ্ছে, কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি মোটা অঙ্কের টাকা দীপাবলির পরেই ঢুকতে চলেছে। এর ফলে এই রাজ্যের কৃষকরা অনেকটাই উপকৃত হবেন। আসলে খারিফ মরশুম শুরু হয় কালীপুজোর পরেই।
আরও পড়ুন: 8th Pay Commission: সুখবর লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য! কত টাকা বেতন বাড়বে?
কৃষকবন্ধু প্রকল্পের আওতায় ৫ হাজার টাকা মিলবে প্রথম পর্যায়ে অর্থাৎ চাষাবাদের শুরুতেই। আবার ৫ হাজার টাকা পাওয়া যাবে পরের পর্যায়ে। এছাড়াও যদি কোনো কৃষকের মৃত্যু ঘটে তাহলে সেই কৃষকের পরিবারকে বিশেষ সহায়তা হিসাবে এককালীন ২ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে।
এক একর বা তার বেশি চাষযোগ্য জমি যে সমস্ত কৃষকদের আছে, তারা বছরে একর প্রতি ১০ হাজার টাকা করে পেয়ে যাবেন। এক একর বা তার কম চাষযোগ্য জমি যে সমস্ত কৃষকদের রয়েছে, তারা একর প্রতি ৪ হাজার টাকা পাবেন। এই টাকা দুই কিস্তিতে পাওয়া যাবে।
আরও পড়ুন: রান্নার গ্যাসের দাম থেকে ক্রেডিট কার্ডের নিয়ম, কী কী বদলাচ্ছে এই মাস থেকে?
কৃষকবন্ধু প্রকল্পে আবেদনের যোগ্যতা
(১) কৃষকবন্ধু প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
(২) ডেথ বেনিফিটের ক্ষেত্রে ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে কৃষকের বয়স হতে হবে।
(৩) আবেদনকারী চাষি বা ভাগচাষির অবশ্যই পাট্টা থাকতে হবে।
(৪) এছাড়াও আবেদনকারির মৃত্যু ঘটলে তার নিকট আত্মীয় এককালীন ২ লাখ টাকা পাবেন।
আরও পড়ুন: বাড়তি আয় করতে ইচ্ছুক? তাহলে পোস্ট অফিসের এই বিশেষ স্কিম সম্পর্কে জেনে নিন
কৃষকবন্ধু প্রকল্পে আবেদনের পদ্ধতি
(১) কৃষকবন্ধু প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথমে কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের পেজটি খুলতে হবে। এরপর সেই পেজের নীচে Registration form অপশনে ক্লিক করতে হবে।
(২) এরপর আবেদনকারী কৃষককে ভোটার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে Get OTP অপশনে ক্লিক করতে হবে।
(৩) এরপর মোবাইল নম্বরে OTP আসবে সেই OTP নম্বরটি বসিয়ে Registration form-টি সম্পূর্ণ ফিল আপ করতে হবে।
আরও পড়ুন: Jio New Plan: ধামাকা অফার Jio-র! ৩ মাস আনলিমিটেড কল, রোজ ২GB ডেটা
(৪) প্রথমেই Farmer Details অপশন থেকে Profile Details, Bank Details, Address Details এবং Cultivable Land Details পূরণ করতে হবে।
(৫) সমস্ত তথ্যগুলি দেওয়ার পর একবার মিলিয়ে নিতে হবে। সমস্ত তথ্য সঠিক থাকলে Create Farmer অপশন থেকে এটি Submit করতে হবে।