Jio vs BSNL: ৭০ দিনের ভ্যালিডিটি সহ জিও নাকি বিএসএনএল, কার রিচার্জ প্ল্যানে সব থেকে বেশি সুবিধা?

Jio vs BSNL Recharge Plan: জিও (Jio) এবং বিএসএনএল (BSNL) এই দুটি সংস্থাই তার গ্রাহকদেরকে কম দামের রিচার্জ প্ল্যান অফার করে থাকে। জিও এবং বিএসএনএল এই দুটি সংস্থার কাছেই ৭০ দিনের মেয়াদ সম্পন্ন প্রিপেইড প্ল্যান আছে। জিও সংস্থাটির ৭০ দিনের মেয়াদ সম্পন্ন রিচার্জ প্ল্যানটির মূল্য হল ৬৬৬ টাকা। পাশাপাশি, বিএসএনএল সংস্থাটির ৭০ দিনের মেয়াদ সম্পন্ন রিচার্জ প্ল্যানটির মূল্য হল ১৯৭ টাকা।

আসুন তাহলে জিও (Jio) এবং বিএসএনএল (BSNL) এই দুই সংস্থাটির ৭০ দিনের মেয়াদ সম্পন্ন রিচার্জ প্ল্যানের সুবিধাগুলি জেনে নেওয়া যাক।

জিও (Jio)-এর ৭০ দিনের মেয়াদ সম্পন্ন রিচার্জ প্ল্যান

জিও (Jio) সংস্থাটির ৭০ দিনের ভ্যালিডিটি সম্পন্ন রিচার্জ প্ল্যানটির মূল্য হল ৬৬৬ টাকা। প্রতিদিনের খরচ হিসেবে দেখা গেলে এই রিচার্জ প্ল্যানটিতে আপনার দিনে ৯.৫১ টাকা খরচ পড়বে।

আরও পড়ুন: ১ লক্ষ ৮০ হাজার টাকা বেতনে কেন্দ্রীয় সংস্থা GAIL India-তে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন?

এই রিচার্জ প্ল্যানের অধীনে গ্রাহকরা দৈনিক ১.৫ জিবি ডেটা পাবেন। পুরো ভ্যালিডিটিতে অর্থাৎ ৭০ দিনে গ্রাহকরা মোট ১০৫ জিবি ডেটা পাবেন। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড কমে গিয়ে ৬৪ কেবিপিএস হয়ে যাবে।

এছাড়াও এই রিচার্জ প্ল্যানের অধীনে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস (SMS)-এর সুবিধা পাবেন। অতিরিক্ত সুবিধা হিসেবে মিলবে জিও সিনেমা (JioCinema), জিও টিভি (JioTV), জিও ক্লাউড (JioCloud)-এর সাবস্ক্রিপশন।

আরও পড়ুন: ৭১ লক্ষ টাকা পেতে পারেন মাসে মাত্র ২৫০ টাকা বিনিয়োগ করেই, পোস্ট অফিসের কোন স্কিমে পাবেন? জেনে নিন

বিএসএনএল (BSNL)-এর ৭০ দিনের মেয়াদ সম্পন্ন রিচার্জ প্ল্যান

বিএসএনএল (BSNL) সংস্থাটির কাছেও ৭০ দিনের মেয়াদ সম্পন্ন একটি রিচার্জ প্ল্যান রয়েছে। বিএসএনএল (BSNL)-এর ৭০ দিনের ভ্যালিডিটি সম্পন্ন রিচার্জ প্ল্যানটির মূল্য হল ১৯৭ টাকা।

তবে এই রিচার্জ প্ল্যানের অধীনে গ্রাহকরা প্রথম ১৫ দিনের জন্য আনলিমিটেড ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। এই প্ল্যানটিতে গ্রাহকরা প্রথম ১৫ দিন পর্যন্ত দৈনিক ২ জিবি করে ডেটা পেয়ে যাবেন। দৈনিক ডেটা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেটের স্পিড কমে গিয়ে ৪০ কেবিপিএস হয়ে যাবে।

এই প্ল্যানের অধীনে গ্রাহকরা প্রথম ১৫ দিনের জন্য দৈনিক ১০০টি এসএমএস এর সুবিধা পাবেন। তবে ১৫ দিন পর বন্ধ হয়ে যাবে এই সুবিধাটি। কিন্তু গ্রাহকের সিমটি অ্যাক্টিভ থাকবে।

আরও পড়ুন: হেলমেট পরলেও এবার চালান কাটতে পারে ট্রাফিক পুলিশ! নয়া নিয়ম লাগু করলো পরিবহন দফতর

JIO VS BSNL

জিও (Jio) সংস্থাটি ৬৬৬ টাকায় পুরো ৭০ দিনের ভ্যালিডিটি তার গ্রাহকদের দিচ্ছে। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা ডেটা, ভয়েস কলিং এবং এসএমএস (SMS)-এর সুবিধা পাবেন।

অপরদিকে, বিএসএনএল (BSNL) সংস্থাটির ৭০ দিনের মেয়াদ সম্পন্ন ১৯৭ টাকার রিচার্জ প্ল্যানটি সস্তা হলেও এই প্ল্যানটির অধীনে গ্রাহকরা মাত্র ১৫ দিনের জন্যই ডেটা ভয়েস কলিং এবং এসএমএস (SMS)-এর সুবিধা পাবেন।

আরও পড়ুন: আপনার আধার কার্ডের সঙ্গে কতগুলো মোবাইল নম্বর লিঙ্ক করা যাবে? অন্য কোনও নম্বর লিঙ্ক করা আছে কি না কীভাবে চেক করবেন?

Leave a Comment