Jio-এর একটি প্ল্যানে কুপোকাত Airtel-BSNL! ৮৪ দিন পর্যন্ত আনলিমিটেড 5G ডেটা-কলিং সঙ্গে ফ্রি OTT

বর্তমানে দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা হল Reliance Jio টেলিকম সংস্থা। গ্রাহকদের উন্নত ও উচ্চ পরিষেবা দিতে এই সংস্থা সবসময় তৎপর থাকে। অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় এই সংস্থা অফার ও পরিষেবা বেশি দিয়ে থাকে। তাই সর্বাধিক সংখ্যা গ্রাহক এদেরই হাতে।

জিও (Jio)-র এমন অনেক গ্রাহক রয়েছে যারা স্বল্প মেয়াদী থেকে শুরু করে দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান পছন্দ করে। আবার পরিস্থিতি ও সময় অনুযায়ী তাদের চাহিদা ভিন্ন হয়। তাই গ্রাহকদের সুবিধার কথা মনে করে জিও (Jio) সংস্থা একাধিক রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে যাতে গ্রাহকরা তাদের সুবিধা মত রিচার্জ প্ল্যান গ্রহণ করতে পারে।

তবে বেশিরভাগ গ্রাহক দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান পছন্দ করে। আবার এই দীর্ঘমেয়াদী প্ল্যানের সঙ্গে যাতে পরিষেবা অনেক বেশি থাকে। আজ আমরা এই প্রতিবেদনে আপনাদের জিও (Jio)-র এমন একটি রিচার্জ প্ল্যানের বিষয়ে জানাবো যা অধিক পরিষেবার সঙ্গে দীর্ঘমেয়াদি প্ল্যান অফার করে।

আরও পড়ুন: Teacher Recruitment: রাজ্যের স্কুলে স্থায়ী শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে, এইভাবে আবেদন করুন

জিও (Jio)-র ১০১৯ টাকার রিচার্জ প্ল্যান

জিও (Jio)-র রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে গ্রাহকরা সুবিধা স্বরূপ পাবে ৮৪ দিনের বৈধতার সঙ্গে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস, প্রতিদিন ২ জিবি ডেটা এর সুবিধা। একবার রিচার্জ করলে তিন মাস পর্যন্ত রিচার্জ করার ঝামেলা থেকে মুক্ত হওয়া যাবে।

আবার যাদের ফোনে 5G কানেক্টিভিটি রয়েছে তারা 5G পরিষেবা পাবে। ৮৪ দিনে গ্রাহকরা মোট ১৬৮ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবে। আর প্রাথমিক ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর 64kbps গতিতে ইন্টারনেট চালানো যাবে।

এখানেই শেষ নয়, এই রিচার্জ প্লানে আরও সুবিধা হিসেবে পাওয়া যাচ্ছে Amazon Prime Lite এর সাবস্ক্রিপশনের সুবিধা ৮৪ দিন পর্যন্ত। আরো থাকছে জিওটিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে।

যাদের বেশি পরিমাণে প্রাত্যহিক ডেটার প্রয়োজন হয় তারা এই রিচার্জ প্ল্যানটি নিতে পারেন। এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা অফার থাকায় 5G কানেক্টিভিটির ফোনে আনলিমিটেড ডাটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।

Leave a Comment