দেশের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) তার গ্রাহকদের কথা মাথায় রেখে নানা রকমের রিচার্জ প্ল্যান বাজারে এনেছে। নানা রকম দাম ও বৈধতাযুক্ত রিচার্জ প্ল্যান এই তালিকায় আছে। প্রসঙ্গত গত জুলাই মাসে একলপ্তে অনেকটাই বৃদ্ধি পায় রিচার্জের দাম, ফলে গ্রাহক হারাতে থাকে সংস্থাটি। সেই কারণে গ্রাহকদের খুশি রাখতে দীর্ঘ মেয়াদের সস্তা নানা ধরণের প্ল্যান আনতে বাধ্য হয় সংস্থাটি।
জিও (Jio) সংস্থাটি তাদের গ্রাহকদের এমন একটি রিচার্জ প্ল্যান অফার করছে যেখানে তারা দৈনিক নির্দিষ্ট পরিমাণ ডেটা দেওয়ার পাশাপাশি 20 জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে। আজকের এই প্রতিবেদনে এই রিচার্জ প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত রইল।
জিও (Jio)-এর 90 দিনের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে
জিও (Jio) সংস্থাটি 90 দিনের ভ্যালিডিটি যুক্ত একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান বাজারে এনেছে যার মূল্য 899 টাকা। অর্থাৎ এই রিচার্জ প্ল্যানটি নিলে গ্রাহককে পরবর্তী 3 মাসের জন্য রিচার্জের ঝামেলা নিতে হবে না।
আরও পড়ুন: Airtel-এর ১০০ টাকার ৩টি সস্তা রিচার্জ প্ল্যান, সবচেয়ে কম ১১ টাকায় পাবেন আনলিমিটেড ডেটা!
তবে এই রিচার্জ প্ল্যানটি সেই সব গ্রাহকদের জন্য উপযুক্ত হবে যারা মূলত বেশি ডেটা ব্যবহার করে থাকেন। কারণ এই রিচার্জ প্ল্যানে গ্রাহক পাবেন দৈনিক ২ GB হাই-স্পিড ডেটা অর্থাৎ ৯০ দিনের জন্য গ্রাহক পাবেন ১৮০ GB ডেটা বিনামূল্যে। এরই সাথে অতিরিক্ত অফার হিসেবে ২০ GB ডেটা দেওয়া হবে, যার ভ্যালিডিটি থাকবে রিচার্জ ভ্যালিডিটি পর্যন্ত। অর্থাৎ জিও (Jio)-এর 899 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহক পেয়ে যাচ্ছেন মোট 200 জিবি ডেটা।
এছাড়াও এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি SMS-এর সুবিধা বিনামূল্যে পেয়ে যাবেন।
আনলিমিটেড 5G ডেটাও পেতে পারেন গ্রাহক
জিও (Jio)-এর এই রিচার্জ প্ল্যানটির মাধ্যমে গ্রাহকরা শর্তসাপেক্ষে আনিলিমিটেড 5জি ডেটা ব্যবহার করতে পারবেন। যদি জিও ব্যবহারকারীর এলাকায় 5G পরিষেবা উপলব্ধ থাকে তবেই শুধু গ্রাহক আনলিমিটেড 5G-এর সুবিধা নিতে পারবেন।
আরও পড়ুন: Big News: প্রাইমারী TET পরীক্ষা বাতিল নিয়ে বড়ো খবর সামনে এলো! কী জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল?