Jio-র এই সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান BSNL চিন্তা বাড়িয়ে দিল Airtel এবং BSNL-এর, মাত্র ১১ টাকায় মন খুলে চালান ইন্টারনেট

Jio Cheapest Recharge Plan: দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম হল জিও (Reliance Jio)। এই জিও (Jio) সংস্থাটি জুলাই মাসের শুরুতেই তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছিল।

এর ফলে অনেক গ্রাহকই তুলনামূলক সস্তা বিএসএনএল (BSNL)-এর দিকে আকৃষ্ট হচ্ছিলেন। অনেকেই তাদের সিম বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)-এ পোর্ট করিয়ে নিচ্ছিলেন।

এই কারণে জিও (Jio) সংস্থাটি টেলিকম বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য বিভিন্ন বাজেটের রিচার্জ প্ল্যান তাদের গ্রাহকদের অফার করে থাকে। এবার জিও (Jio) সংস্থাটি তার গ্রাহকদের জন্য একটি কম দামের রিচার্জ প্ল্যান বাজারে এনেছে।

আরও পড়ুন: সবার ছুটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বাদে! শীতের প্রারম্ভেই স্কুল ছুটির ঘোষণা সরকারের

এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই রিচার্জ প্ল্যানটির দাম মাত্র ১১ টাকা।

জিও (Jio) সংস্থাটির এই নতুন রিচার্জ প্ল্যানের জন্য অন্যান্য টেলিকম সংস্থাগুলি যেমন ভোডাফোন-আইডিয়া (Vodafone-Idea), এয়ারটেল (Airtel), বিএসএনএল (BSNL) চিন্তায় পড়ে গিয়েছে। আসুন জিও (Jio) সংস্থাটির ১১ টাকার রিচার্জ প্ল্যান সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Job News: ভারতের এয়ারপোর্ট অথরিটিতে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন?

জিও (Jio)-এর ১১ টাকার রিচার্জ প্ল্যান

জিও (Jio)-এর এই ১১ টাকার রিচার্জ প্ল্যানটি আসলে একটি ডেটা প্যাক। জিও (Jio)-এর এই রিচার্জ প্ল্যানের অধীনে মোট ১০ জিবি হাই-স্পিড ডেটা গ্রাহকরা পেয়ে যাবেন। যেকোনো এক্টিভ রিচার্জ প্ল্যানের সঙ্গে এই ডেটা প্যাকটি গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।

তবে এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি মাত্র ১ ঘণ্টা। অর্থাৎ গ্রাহকরা এই ১০ জিবি হাই-স্পিড ডেটা মাত্র ১ ঘন্টার জন্য ব্যবহার করতে পারবেন।

আগেই উল্লেখ করা হয়েছে যে জিও (Jio)-এর এই রিচার্জ প্ল্যানটি একটি ডেটা প্যাক। সেই কারণে স্বাভাবিকভাবেই এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা কলিং এবং এসএমএস (SMS)-এর সুবিধা পাবেন না।

জিও (Jio) সংস্থাটির মতো এয়ারটেল (Airtel) সংস্থাটিও ১১ টাকার একটি ডেটা প্ল্যান তার গ্রাহকদের অফার করে থাকে। এয়ারটেল (Airtel)-এর এই প্ল্যানটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: টাকা বেড়েছে কিছুদিন আগেই! ফের একবার বড়ো আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে! আনন্দে আত্মহারা মহিলারা

এয়ারটেল (Airtel)-এর ১১ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেল (Airtel)-এর ১১ টাকার এই প্রিপেইড রিচার্জ প্ল্যানটি একটি ডেটা প্যাক। এই প্ল্যানের অধীনে গ্রাহকরা মোট ১০ জিবি হাই-স্পিড ডেটা পেয়ে যাবেন।

তবে এই ডেটা প্ল্যানটির ভ্যালিডিটি মাত্র ১ ঘণ্টা। অর্থাৎ গ্রাহকরা মাত্র ১ ঘন্টার জন্য এই ডেটা ব্যবহার করতে পারবেন।

Leave a Comment