Jio cheapest offer: গ্রাহকের সুবিধার কথা ভেবে রিলায়েন্স জিও (Reliance Jio) সংস্থা একাধিক প্ল্যান লঞ্চ করেছে এর রিচার্জ প্ল্যানগুলোর মধ্যে থেকে স্বল্প মেয়াদী থেকে শুরু করে দীর্ঘমেয়াদী সমস্ত রকমই প্ল্যান রয়েছে। আবার পরিষেবার মধ্যেও রয়েছে বিভেদ। গ্রাহকরা যেমন পরিষেবা চাই সেই মতো রয়েছে প্রচুর প্ল্যান। তারা সেগুলোর মধ্যে থেকে নিজেদের সুবিধা অনুযায়ী নিতে পারবে।
এমন অনেক গ্রাহক রয়েছেন যারা দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যানের পরিবর্তে স্বল্পমেয়াদি কোন রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন। আজকে আমরা এই প্রতিবেদনে আমরা জিও (Jio)-র এমন দুটি প্ল্যান এর ব্যাপারে আপনাদের জানাবো যেগুলি অন্যান্য প্ল্যানের থেকে আকর্ষণীয়।
বিগত জুলাই মাসে রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়ে দেওয়ার পরেও এখনো অনেক গ্রাহক জিও (Jio) সংস্থার সঙ্গে জুড়ে রয়েছে কারণ এর নেটওয়ার্ক ও পরিষেবা। আর এখনো পর্যন্ত এই সংস্থা গ্রাহক সংখ্যার দিক থেকে ভারতের প্রথম স্থানে রয়েছে। গ্রাহকদের সঠিক ও উন্নত পরিষেবা দিতে এই সংস্থা সবসময় তৎপর থাকে।
আরও পড়ুন: Raiganj: স্কুলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাস্টিক বুথ রায়গঞ্জে
এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে যেটি মাত্র ৩০ টাকার ব্যবধানে ২৪ জিবি ডেটা অফার করে। তাই জিও গ্রাহকরা যদি বেশি ডেটা ব্যবহার করতে চায় তাহলে তারা ৩০ টাকা অতিরিক্ত রিচার্জ করে এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করতে পারবে।
আমরা জিও (Jio)-র যে রিচার্জ প্ল্যান এর কথা বলছি সেটি হল ৭১৯ টাকার রিচার্জ প্ল্যান। এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে সুবিধা হিসেবে পাওয়া যাবে ৭০ দিনের বৈধতায় যে কোন নেটওয়ার্কের আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস, ও প্রাত্যহিক ২ জিবি ডাটা ব্যবহারের সুযোগ।
আরও পড়ুন: পুজোর আগে! উচ্চ প্রাথমিক নিয়োগে কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করলো SSC
৭০ দিনের বৈধতায় মোট ডেটা পাওয়া যাবে ১৪০ জিবি। যাদের ফোনে 5G কানেক্টিভিটি রয়েছে তারা প্রতিদিন আনলিমিটেড ব্যবহারের সুযোগ পাবেন। তবে এই সুবিধা নিতে গেলে নির্দিষ্ট এলাকায় 5G নেটওয়ার্ক পরিষেবা থাকতে হবে।
সুবিধার পাশাপাশি থাকছে আরো একাধিক পরিষেবা। ৭১৯ টাকার এই রিচার্জ প্ল্যানে ৭০ দিনের বৈধতায় আপনি বিনামূল্যে পাবেন Jio TV, Jio Cinema এবং Jio Cloud এর সাবস্ক্রিপশন।
আরও পড়ুন: নতুন নিয়ম ১ অক্টোবর থেকে! LPG থেকে ব্যাঙ্কে কী কী বদল? জানুন বিস্তারিত
জিও (Jio)-র আরো একটি রিচার্জ প্ল্যান রয়েছে যেটি হল ৭৪৯ টাকা রিচার্জ প্ল্যান। রিচার্জ প্ল্যান এর মাধ্যমে আপনি সুবিধা হিসেবে পাবেন ৭২ দিনের বৈধতার আনলিমিটেড কলিং প্রতিদিন ১০০ এসএমএস ও প্রাত্যহিক ২ জিবি ডাটা ব্যবহারের সুযোগ।
এদিক থেকে যাদের ফোনে 5G কানেক্টিভিটি ও এলাকায় 5G নেটওয়ার্কের সুবিধা রয়েছে তারা প্রাত্যহিক আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি অন্যান্য সুবিধা হিসেবে থাকছে Jio TV, Jio Cinema এবং Jio Cloud-এর সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে।
আরও পড়ুন: Jio New Recharge Plan: দুর্দান্ত প্ল্যান Jio-র! একবার রিচার্জ করলে ৯৮ দিন নিশ্চিন্ত
৭১৯ এবং ৭৪৯ টাকার এই দুটি রিচার্জ প্ল্যান এর মধ্যে ব্যবধান হলো মাত্র ৩০ টাকা। কিন্তু মাত্র এই ৩০ টাকার ব্যবধানে অতিরিক্ত ২০ জিবি ডাটা আপনি বেশি পাচ্ছেন। অনেক গ্রাহক আছে যারা জিও (Jio)-র প্ল্যানের মধ্যে কোনগুলি বেশি সুবিধাযুক্ত হবে তা বুঝতে পারেন না।
আমাদের এই প্রতিবেদনে সেসব গ্রাহকদের সঠিক পরামর্শ দেওয়ার জন্যই এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। আবার এই দুটি রিচার্জ প্ল্যানই ২ জিবি ডাটা অফার করাই যাদের ফোনে 5G নেটওয়ার্ক রয়েছে তারা আনলিমিটেড ডাটা ব্যবহারের সুযোগ পাবেন।
ফলে উভয় দিক থেকেই একদিকে যেমন ৭৪৯ টাকার রিচার্জ প্ল্যানটি গ্রহণযোগ্য আবার তেমন ৭১৯ টাকার প্লানটিও গ্রহণযোগ্য। কিন্তু যাদের ফোনে 5G কানেক্টিভিটি নেই তারা এই ক্ষেত্রে ৭৪৯ টাকার প্ল্যানটি গ্রহণ করতে পারেন, এক্ষেত্রে আপনি ২৪ জিবি ডাটা বেশি পাবেন।
আরও পড়ুন: ফোন কেনার ১০,০০০ টাকা ঢুকবে এই সময়ে! সুখবর দিল রাজ্য সরকার