ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরির সুযোগ! রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

Indian Oil Corporation Limited (IOCL)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)-এর তরফ থেকে আইওসিএল আইন অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। যারা আইন নিয়ে পড়াশোনা করেছেন তারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন সবকটি পদ মিলিয়ে মোট ১২টি শূন্য পদ রয়েছে। অনলাইন মাধ্যমে প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। এই পদের ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করা হলো-

পদের নাম (Name of the Post)

আইওসিএল আইন অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: DA News: সরকারি কর্মীরা ১৪ হাজার ৪০০ টাকা বেশি পাবেন পুজোর আগেই, বিরাট আপডেট সামনে এলো

মোট শূন্যপদ (Total Vacancy)

সবকটি পদ মিলিয়ে মোট ১২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit)

এই চাকরির পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে OBC, SC, ST এবং PwBD বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

আরও পড়ুন: RRB NTPC Recruitment 2024: দীর্ঘ ৫ বছর পর ভারতীয় রেলে NTPC-তে নিয়োগ চলছে, রইল আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

বেতন (Salary)

প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

যারা সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তাদের ইন্ডিয়ান অয়েলের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট iocl.com-এ গিয়ে আবেদন করতে হবে।

আরও পড়ুন: দার্জিলিং জেলার প্রশাসনিক বিভাগে চাকরির সুযোগ, ৩০ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

যেসব প্রার্থীরা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের PG CLAT 2024 পরীক্ষা নেওয়া হবে। এর পরে, তাদের গ্রুপ আলোচনা (জিডি), গ্রুপ টাস্ক (জিটি) এবং ব্যক্তিগত সাক্ষাৎকার (পিআই) এর মাধ্যমে যোগ্যতা নির্বাচন করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

যেসব প্রার্থীরা ইন্ডিয়ান অয়েলে ল অফিসার পদের জন্য আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এল এল বি বা পাঁচ বছরের সমন্বিত এলএলবি ডিগ্রী সহ স্নাতক ডিগ্রী থাকতে হবে।

আরও পড়ুন: October Holiday List 2024: ৫-৬ দিন স্কুল-কলেজ-অফিস ছুটি থাকবে অক্টোবর মাসে! ছুটির তালিকা দেখে নিন

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ৮ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন: Indian Navy Recruitment 2024: লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় নৌবাহিনীতে নিয়োগ চলছে! রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

Leave a Comment