রিচার্জ করলে পাবেন ৩,৩৫০ টাকার ভাউচার! দীপাবলিতে Jio আনল ধামাকা অফার!

গ্রাহকদের উন্নত ও সঠিক পরিষেবা দিতে জিও (Jio) সংস্থা সব সময় তৎপর থাকে। স্বল্পমেয়াদী থেকে শুরু করে দীর্ঘমেয়াদী যে কোন রকমের অফার হয়েছে জিও (Jio) সংস্থার অধীনে। সম্প্রতি দূর্গা পূজার আগেই গ্রাহকদের জন্য নতুন অফার লঞ্চ করেছে এই সংস্থা।

আর দুর্গাপূজা শেষ হওয়ার পর এবার কালী পূজার মুখে নতুন অফার লঞ্চ করা হয়েছে। এই রিচার্জ প্ল্যান এর মাধ্যমে গ্রাহকরা বিশেষভাবে উপকৃত হবে। জিও (Jio) সংস্থার নতুন এই রিচার্জ প্ল্যান এর নাম ‘দিওয়ালি ধামাকা’।

জিও (Jio) টেলিকম সংস্থা যে ভাউচারগুলো অফার করেছে তার মাধ্যমে গ্রাহকরা ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম, শপিং ওয়েবসাইটে কেনাকাটা করতে গিয়ে ব্যবহার করতে পারেন। জিও (Jio) যে ভাওচার অফার করেছে তার মূল্য ৩৩৫০ টাকা।

আরও পড়ুন: Big News: ১ লাখ শূন্যপদে কর্মী নিয়োগ করবে RRB! মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ

আবার এর থেকে মাত্র ২০ টাকা বেশি খরচ করে জিও এয়ারফাইবারের এক বছরের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।আপনিও যদি জিও সংস্থার ৩,৩৫০ টাকার এই ভাউচারের সুবিধা নিতে চান তাহলে তার জন্য আপনাকে ৮৯৯ টাকার কোয়ার্টার প্রিপেইড প্ল্যান রিচার্জ করতে হবে।

অথবা এর পরে এক বছরের ৩,৫৯৯ টাকার প্রিপেইড প্ল্যান গ্রহণ করতে হবে। ৮৯৯ টাকার রিচার্জ প্লানে যে সুবিধা গুলি পাওয়া যাবে সেগুলি হল আনলিমিটেড কলিং, প্রতিদিন ২ জিবি ডাটা প্রতিদিন ১০০ এস এম এস, আর ৯০ দিনের জন্য অতিরিক্ত ২০ জিবি ডেটা।

আর যাদের ফোনে 5G কানেক্টিভিটি রয়েছে তারা আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবে। আর বার্ষিক রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে প্রতিদিন ২.৫ জিবি ডাটা পাওয়া যাবে। যার বৈধতা ৩৬৫ দিন।

আরও পড়ুন: BSNL কে টেক্কা দিতে Jio দিচ্ছে ৯০ দিনের সস্তা রিচার্জ প্ল্যান, ২০০ GB ডেটা সহ থাকছে আনলিমিটেড সুবিধা

জিও (Jio)-র এই প্ল্যান গ্রহণ করলে ৩৩৫০ টাকার সুবিধা হিসেবে Ease My Trip-এর পক্ষ থেকে ৩ হাজার টাকার ভাউচার পাওয়া যাবে যেটি হোটেল ও বিমান ভ্রমণের সময় কাজে আসবে।

এর সঙ্গে ২০০ টাকার একটি AJIO ভাউচার পাওয়া যাবে যার মাধ্যমে সুবিধা স্বরূপ AJIO তে ৯৯৯ টাকা বা তার বেশি কেনাকাটার ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

এখানেই শেষ নয় এর পাশাপাশি আরও একটি সুবিধা পাওয়া যাচ্ছে যেটি হল কোম্পানির তরফ থেকে ১৫০ টাকার একটি Swiggy ভাউচার পাওয়া যাচ্ছে। অনেকেই ভাউচার কীভাবে রিডিম করবেন তা জানতে চান। নিম্নে সেই বিষয়ে উল্লেখ করা হলো-

আরও পড়ুন: Airtel-এর ১০০ টাকার ৩টি সস্তা রিচার্জ প্ল্যান, সবচেয়ে কম ১১ টাকায় পাবেন আনলিমিটেড ডেটা!

১)এর জন্য প্রথমে My Jio App এ যেতে হবে।

২) সেখানে গিয়ে ‘offers’ সেকশনে গিয়ে My Innings এ যেতে হবে।

৩) এরপর আপনি যে কুপনটি নিতে চান সেটিতে ক্লিক করতে হবে।

৪) সেখানে থাকা কুপন কোডটি Copy করে পার্টনার ওয়েবসাইটে যেতে হবে। এটি পেমেন্ট করার সময় কাজে লাগবে।

যারা জিও (Jio) সংস্থার এই অফারটি নিতে চান তারা এখনই গ্রহণ করে নিন। কারণ সময় খুব সীমিত। জিও দিওয়ালি ধামাকা অফার আগামী ৫ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বজায় থাকবে।

Leave a Comment