১ টাকার কয়েন তৈরি করতে কত খরচ হয় সরকারের? জানলে চমকে যাবেন

One Rupee Coin: আমরা যে খুচরো পয়সা ব্যবহার করি সেগুলি কি থেকে তৈরি হয় তা অনেক মানুষই জানেন না। বা এইগুলি তৈরি করতে কত খরচ হয় সেই বিষয়টিও আমাদের অজানা। এই খুচরো পয়সা গুলি কি থেকে তৈরি হয় তা জানলে হয়তো আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন।

খুচরা পয়সা কি দিয়ে বা কিভাবে তৈরি হয়? এগুলি তৈরিতে সরকারের কত টাকা খরচ হয় সেই সম্পর্কে আজ আমরা এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। চলুন জেনে নিই।

ভারতের এক টাকার কয়েন ব্যবহারের প্রচলন শুরু হয় ১৯৯২ সাল থেকে। যদিও একাধিকবার এই কয়েনের আকার আকৃতি বদলেছে তবে কয়েনের ব্যবহার সেই থেকে আজ অব্দি চালু রয়েছে।

আরও পড়ুন: Kolkata Metro Ticket New Rule: নয়া ‘নিয়ম’ চালু কলকাতা মেট্রোর টিকিট নিয়ে, সমস্যায় বহু যাত্রী

সম্প্রতি একটি রিপোর্ট সামনে এসেছে যা এক টাকার কয়েন তৈরির খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। সেই রিপোর্ট মারফত জানা গেছে ১ টাকার কয়েন স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি হয়। এর ওজন ৩.৭৬ গ্রাম, ব্যাস ২১.৯৩ মিমি এবং পুরুত্ব ১.৪৫ মিমি।

এক টাকার একটি কয়েন তৈরি করতে সরকারের খরচ হয় এক টাকা ১১ পয়সা। একইভাবে দুই টাকার একটি কয়েন তৈরি করতে খরচ হয় ১.২৮ টাকা। ৫ টাকা এবং ১০ টাকার কয়েন তৈরির জন্য খরচ হয় যথাক্রমে ৩.৬৯ টাকা এবং ৫.৫৪ টাকা।

আরও পড়ুন: বদলে গেল নিয়ম! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করলো অর্থ দফতর, জানুন বিস্তারিত

অর্থাৎ হিসেব মিলিয়ে দেখতে গেলে অন্যান্য কয়েন তৈরিতে খরচ হয় ঠিকই। কিন্তু সেইসব কয়েনের তুলনায় তুলনামূলকভাবে এক টাকার কয়েন তৈরিতে সরকারের বেশি খরচ হয়।

আরও পড়ুন: SSC Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক CBI-এর জালে! গ্রেফতার পার্থ ‘ঘনিষ্ঠ’

Leave a Comment