আপনার আধার কার্ডের সঙ্গে কতগুলো মোবাইল নম্বর লিঙ্ক করা যাবে? অন্য কোনও নম্বর লিঙ্ক করা আছে কি না কীভাবে চেক করবেন?

Aadhaar Card: আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করলে নিরাপত্তার পাশাপাশি একাধিক সুবিধাও পাওয়া যায়। বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। এর সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) একটি ওয়েব পোর্টাল চালু করেছে।

এই পোর্টাল ইউজারদের ব্যক্তিগত ফোন নম্বর সহ তাদের নামে জারি করা নম্বরগুলি পরীক্ষা করে থাকে। নতুন এই পরিকল্পনা ‘টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন’ (TAFCOP) নামে পরিচিত। সাধারণ মানুষ তাদের রেজিস্টার করা আধার কার্ডের বিরুদ্ধে নম্বরগুলো পরীক্ষা করতে পারবে এই পোর্টালের মাধ্যমে।

টেলিযোগাযোগ দফতরের নিয়ম অনুযায়ী একজন নাগরিক তার আধার কার্ডের সঙ্গে ৯ টি মোবাইল নম্বর সংযুক্ত করতে পারবে।এই পোর্টালটি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে। এই পোর্টালের মাধ্যমে নাগরিকরা তাদের মোবাইল নম্বর যদি চিনতে না পারে তাহলে তারা প্রয়োজনে সেটি রিপোর্ট করতে পারবে।

আরও পড়ুন: Jio এর নতুন প্রিপেইড প্ল্যান, ১২ মাস পর্যন্ত চলবে আনলিমিটেড 5G ডেটা

এই বিষয়ে পোর্টালটি জানিয়েছে, “এই ওয়েবসাইটটি গ্রাহকদের সাহায্য করার জন্য, তাদের নামে কাজ করা মোবাইল সংযোগের সংখ্যা পরীক্ষা করা এবং তাদের অতিরিক্ত মোবাইল সংযোগগুলি নিয়মিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি করা হয়েছে। যাই হোক, গ্রাহক অধিগ্রহণ ফর্ম (CAF) পরিচালনার প্রাথমিক দায়িত্ব পরিষেবা প্রদানকারীদের উপর বর্তায়।”

মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা হয় কেন?

আধার কার্ডের জন্য একটি মোবাইল নম্বর থাকা ভীষণ দরকারি, কারণ একাধিক সময় ওটিপি-র পাশাপাশি KYC, সরকারি ভর্তুকি এবং ব্যাঙ্কিং লেনদেনের মতো অনলাইন কাজে প্রয়োজন হয় যে কারণে আধার কার্ড মোবাইল নাম্বার সঙ্গে লিঙ্ক করানো হয়। পাশাপাশি আধার তথ্য চুরি হওয়ার সম্ভাবনা কম থাকে ও এর থেকে একাধিক সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন: এক রিচার্জেই চলবে ৩ সিম! Jio এর এই সস্তা রিচার্জ প্ল্যানে ঘুম উড়ল Airtel-BSNL এর

একটি মোবাইল নম্বর দিয়ে কতগুলি আধার নম্বর লিঙ্ক করা যাবে?

একটি মোবাইলের সঙ্গে সর্বমোট কতগুলি আধার কার্ড লিঙ্ক করা যাবে এই নিয়ে নির্দিষ্ট কোন বিধি নিষেধ নেই। UIDAI এর তরফ থেকে শুধুমাত্র গ্রাহকদের নিজের মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার কথা বলা হয়েছে। গ্রামের দিকে দেখা যায় পরিবারে ব্যক্তি অনুযায়ী ফল সংখ্যা থাকেনা একটি ফোন নম্বরের সঙ্গে পরিবারের সকলের আধার কার্ডের লিংক করানো হয়। তবে ব্যক্তিভিত্তিক আলাদা আলাদা ফোন নম্বর থাকলে সে দিক দিয়ে আলাদা ফোন নম্বর দেওয়ায় শ্রেয়।

আরও পড়ুন: নেট উত্তীর্ণদের চাকরির দেওয়া হবে, বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড

OTP-ভিত্তিক প্রমাণীকরণের মতো পরিষেবাগুলি সক্ষম করার জন্য প্রত্যেক আধার কার্ডধারী ব্যক্তিকে যেকোনো একটি নম্বরের সঙ্গে লিঙ্ক করে রাখতে হবে। এই নিয়মটি বাধ্যতামূলক। আধার কার্ডটি যাচাই বা আপডেট করার ক্ষেত্রে ওটিপি প্রয়োজন হয় আর এই ওটিপি পাওয়ার জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হয়।

আধার পরিষেবা অ্যাক্সেসে কোন রকম বাধা যাতে না আসে তা এড়াতে যে মোবাইল নম্বরটি দেওয়া হচ্ছে তা বৈধ বা সঠিক কিনা তা নিশ্চিত করা জরুরী। নতুন ভাবে যারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে চাই বা যারা মোবাইল নম্বর পরিবর্তন করতে চায় তারা https://bhuvan-app3.nrsc.gov.in/aadhaar এই পোর্টালে গিয়ে করতে পারবেন।

আরও পড়ুন: SVMCM: ৬০,০০০ টাকার স্কলারশিপ মিলবে উচ্চমাধ্যমিক পাস হলে! নতুন করে আবেদন শুরু হয়ে গিয়েছে

আপনার আধার কার্ডের সঙ্গে কোন নম্বরটি রেজিস্টার্ড করা হয়েছে তা যাচাই করা যাবে নিম্নলিখিত প্রক্রিয়ায়-

১) এর জন্য প্রথমে TAFCOP এর ওয়েবসাইট https://tafcop.dgtelecom.gov.in-এ যেতে হবে।

২) সেখানে গিয়ে নিজের মোবাইল নম্বর লিখে request OTP অপশনে ক্লিক করতে হবে।

৩) টেলিকমিউনিকেশন বিভাগ এর তরফ থেকে নম্বর যাচাই করা এবং পোর্টালে সাইন ইন করার জন্য SMS-এর মাধ্যমে আপনার নম্বরে একটি OTP পাঠাবে।

৪) এরপর পোর্টালে সাইন ইন করতে হবে।

আরও পড়ুন: WBCHSE HS Syllabus: ফের উচ্চ মাধ‍্যমিকের সিলেবাসে বদল নিয়ে বড়ো খবর সামনে এলো! জানুন বিস্তারত

৫) একটি নতুন পৃষ্ঠা ওপেন হবে আর এখানে আপনি আধার নাম্বার সঙ্গে কোন নম্বর লিঙ্ক করা হয়েছে তা দেখতে পাবেন।

সেখানে উল্লেখিত কোন নম্বর যদি আপনার অচেনা হয় বা আপনার না দেওয়া হয় তাহলে আপনি প্রয়োজনের সে নম্বর গুলির উপর রিপোর্ট করতে পারেন যাতে পরবর্তীতে সে নম্বরগুলো আপনার আধার কার্ড থেকে সরিয়ে নেওয়া হয়। আর এর মাধ্যমে আপনার আধার কার্ড সুরক্ষিত থাকবে।

আরও পড়ুন: Krishak Bandhu Scheme: কৃষক বন্ধু-র টাকা অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে? জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Leave a Comment