Holiday List: পূজোপার্বণ মিলিয়ে সরকারি কর্মচারীদের ৪৬ দিন ছুটি দিল নবান্ন, দেখে নিন ছুটির তালিকা

Holiday List 2025 West Bengal: নতুন বছর শুরু হওয়ার আগে সরকারিভাবে প্রতিবছরই ছুটির তালিকা (Holiday List 2025) প্রকাশ করা হয়। ২০২৪ সাল শেষ হয়ে ২০২৫ সাল আসতে আর খুব বেশি দেরি নেই। মাঝে শুধু রয়েছে আর মাত্র একটা মা সের ব্যবধান, তারপরে শুরু হচ্ছে নতুন বছর।

আর ইতিমধ্যেই অর্থ দপ্তর নবান্ন-র (Nabanna) তরফ থেকে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা (Holiday List 2025) প্রকাশ করা হয়েছে। এই তালিকা অনুসারে এবার পুজো পার্বণ মিলিয়ে সরকারি কর্মচারীদের ৪৬ দিন ছুটি রয়েছে। তার মধ্যে আটটি ছুটি পড়ছে রবিবারে।

সেই আটটি ছুটির মধ্যে যে বিশেষ দিনগুলো রয়েছে সেগুলি হল স্বামী বিবেকানন্দের জন্মদিন, প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজো, রাম নবমী, মহরম, ভানু ভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী।

আরও পড়ুন: SBI Recruitment 2024: ১৬৯টি শূন্যপদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন?

এই ছুটি গুলির মধ্যে থেকে অতিরিক্ত কোন ছুটি নেই তবে সরস্বতী পুজো রবিবার থাকাই সরকারি কর্মচারীদের সোমবার ছুটি দেওয়া হয়েছে। বাকি দিনগুলিতে অতিরিক্ত ছুটির কোন ঘোষণা দেওয়া হয়নি।

এনআই অ্যাক্টে ২০২৫ সালে মোট ২৫ দিন ছুটি রয়েছে এগুলি যোগ করে আরো অতিরিক্ত ২১ দিন ছুটি সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। চলতি বছর ছুটির সংখ্যা বেশি থাকলেও আগামী বছর অনেক ছুটির দিন রবিবার পড়ে যাওয়ায় সেই ছুটি গুলি কম হয়ে আগামী বছর ছুটির সংখ্যা তুলনামূলক কম থাকবে।

আরও পড়ুন: UGC Rule: এবার কম সময়েই মিলবে স্নাতক ডিগ্রি! দ্রুত কোর্স শেষের জন্য কী নিয়ম আনছে ইউজিসি?

নতুন প্রকাশিত ছুটির তালিকা (Holiday List 2025) অনুযায়ী অধিকাংশ শনিবার ও রবিবার বাদ দিয়ে প্রায় দেড় মাস ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। দিন হিসেবে যেটি পরছে ৪৭ দিনের ছুটি। ২০২৫ সালের দুর্গাপুজো শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর তারিখ থেকে। ঐদিন চতুর্থী শুরু হচ্ছে। এরপর চতুর্থী থেকে ৭ অক্টোবর পর্যন্ত দূর্গা পূজা উপলক্ষে ছুটি থাকবে।

আরও পড়ুন: DA News: ছুটির তালিকা ঘোষণার মাঝেই রাজ্যের সরকারি কর্মীদের DA নিয়ে এল বিশেষ বার্তা

Leave a Comment