চলতি বছর মে মাসে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অন্যান্য অনগ্রসর সম্প্রদায় (OBC Certificate) ভুক্তদের দেওয়া সব শংসাপত্র যেগুলো ২০১০ সালের পর তৈরি হয়েছে তা বাতিল বলে ঘোষণা করা হয়।
হাইকোর্টের এই রায় স্থগিত রেখে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় রাজ্য সরকারGovernment of West Bengal)। আর এই মামলা বর্তমানে সুপ্রিমকোর্টের অধীনে রয়েছে। দেশের শীর্ষ আদালতে এই ওবিসি (OBC) সংক্রান্ত মামলার শুনানি রয়েছে আগামী ডিসেম্বর মাসের ৯ তারিখে।
এই মামলার শুনানি ঘোষণা করবেন বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ। এই মামলায় রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী রয়েছে কপিল সিব্বল রায়।
আরও পড়ুন: ১ টাকার কয়েন তৈরি করতে কত খরচ হয় সরকারের? জানলে চমকে যাবেন
এই মামলার বিষয় ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে আগামী শুনানিতে এই মামলার রায় ঘোষণা করা হবে। গত শুক্রবার রাজ্য সরকার পক্ষের আইনজীবীর ওপর স্থগিতাদেশ দেওয়ার বিষয় নিয়ে আর্জি জানান হয়।
ওই আইনজীবী তার বক্তব্য হিসেবে জানান ৭৭ টি অনগ্রসর শ্রেণির শংসাপত্র খারিজ করে দেওয়া হয়েছে। আর এর ফলস্বরূপ একাধিক নিয়োগ গুলিতে প্রচুর সমস্যার সৃষ্টি হয়েছে।
আর ঐ ৭৭ টি অনগ্রসর শ্রেণির মধ্যে রয়েছে কেন্দ্রীয় তালিকার OBC। এর সার্টিফিকেট দেওয়া হয়েছিল মণ্ডল কমিশনের সুপারিশ থেকে, প্রতিবেশী রাজ্যের তালিকা ও কেন্দ্রীয় তালিকা থেকে। তবে নিয়োগের ক্ষেত্রে শুধু সমস্যা হচ্ছে তা নয় পাশাপাশি শিক্ষাক্ষেত্রে একাধিক জায়গায় ভর্তির সমস্যা তৈরি হচ্ছে।
আরও পড়ুন: Kolkata Metro Ticket New Rule: নয়া ‘নিয়ম’ চালু কলকাতা মেট্রোর টিকিট নিয়ে, সমস্যায় বহু যাত্রী
আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে এই বলে আজই জানিয়েছেন যে আপাতত ভাবে স্থগিতাদেশ দিয়ে পরে মামলার মূল বিষয়ে শুনানি ঘোষণা করার। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য বহু মানুষ অপেক্ষায় রয়েছে কিন্তু ওবিসি তালিকা বাদ দেওয়ার দরুন তারা সমস্যায় পড়েছ। এই বিষয়টিও আইনজীবী সম্মুখে নিয়ে আসেন।
রাজ্যের তরফ থেকে হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছিল কিন্তু এই আর্জি সেই সময় মেনে নেওয়া হয়নি। আপাতত সুপ্রিম কোর্টে এই মামলাটি রয়েছে।
আরও পড়ুন: বদলে গেল নিয়ম! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করলো অর্থ দফতর, জানুন বিস্তারিত
প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ২০১১ সালে রাজ্যের ৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল। আর সম্প্রতি গত মে মাসে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে ২০১১ সালের মে মাস থেকে জারি হওয়ার সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়।
আরও পড়ুন: সকলের ব্যাঙ্কে সাড়ে ৯ হাজার কোটি টাকা পাঠাবে নবান্ন, ডিসেম্বরে বিরাট প্ল্যান রাজ্য সরকারের
হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হয়ে যায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র। হাইকোর্টের এই রায় না মেনে রাজ্য সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। বর্তমানে সুপ্রিম কোর্টে এই মামলা এখনো চলছে। আগামী ডিসেম্বর মাসের ৯ তারিখে এর পরবর্তী শুনানি রয়েছে।
আরও পড়ুন: SSC Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক CBI-এর জালে! গ্রেফতার পার্থ ‘ঘনিষ্ঠ’