যুগ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি এতটা এগিয়েছে যে এর দানে আজ আমরা ঘরে বসে ফোনের মাধ্যমে টাকা আদান প্রদান করতে পারছি। বর্তমানে অধিকাংশ মানুষ গুগল পে (Google Pay) ব্যবহার করে থাকেন।
এই উৎসবের মুখে একাধিক সংস্থা যেমনভাবে অফার দিচ্ছে তেমনভাবেই দিওয়ালির আগে Google Pay তাদের গ্রাহকদের জন্য নতুন ক্যাম্পেন শুরু করেছে। আর এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা ১০০১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ পাবে।
তবে অন্যান্য ক্যাম্পেইনগুলিতে যেভাবে কিছু কাজের মাধ্যমে টাকা জিততে হয় তেমনভাবে এখানেও কিছু কাজ করে টাকা জিততে হবে। কাজটি হল গ্রাহকরা Google Pay-এর মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রানজেকশন করে ছয় ধরনের ‘লাড্ডু’ জোগাড় করবে। আর এর থেকেই তারা ক্যাশব্যাক পাবেন।
Google Pay-এর মাধ্যমে এই কাজটি কীভাবে করবেন সেই সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো-
Google Pay-এর অফিসিয়াল ওয়েবসাইট প্রদত্ত তথ্য অনুযায়ী গ্রাহকরা ছয় ধরনের লাড্ডুর মধ্যে কম করে যদি একটি লাড্ডু জোগাড় করতে পারে তাহলে তারা ৫১ টাকা থেকে ১০০১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিতে পারবে।
জেতার জন্য যে কাজটি করতে হবে সেটি হল Google Pay ব্যবহার করে বিভিন্ন ধরনের ট্রানজেকশন করতে হবে। যদি কোন গ্রাহক ট্রানজেকশন করে ছয় ধরণের লাড্ডু না পায় তাহলে তারা নিজেদের পরিবার বা বন্ধুদের নিকট Google Pay অ্যাপের মাধ্যমে লাড্ডু পাঠানোর রিকুয়েস্ট করতে পারে।
আরও পড়ুন: আপনার নাম আবাস যোজনার ঘরের লিস্টে না থাকলে কি করবেন? নাম কেটে দিলে এই পদক্ষেপগুলি নিন
সময়সীমা
এই ক্যাম্পেইন এর মাধ্যমে ২১ অক্টোবর ২০২৪ তারিখ থেকে ৭ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত লাড্ডুই স্ট্যান্ডার্ড হবে। এই সময়ের মধ্যে ইউজাররা লাড্ডু পেলে তার থেকে লাভবান হতে পারবে। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পর সেগুলির আর কোন কার্যকারিতা থাকবে না।
Google Pay ব্যবহার করে কীভাবে লাড্ডু পাওয়া যাবে?
১) যারা Google Pay ব্যবহার করেন তারা যেকোন কেনাকাটার সময় ভেন্ডার স্ক্যান বা নম্বরের মাধ্যমে পেমেন্ট করলে এই লাড্ডু পাবেন। তবে গ্রাহকদের কম করে ১০০ টাকা পর্যন্ত UPI পেমেন্ট করতে হবে।
৩) গ্রাহকরা যদি মোবাইল রিচার্জ করে অথবা পোস্টপেইড বিল পেমেন্ট করে তাহলে এই লাড্ডু পাওয়া যাবে। তবে কম করে ১০০ টাকা পর্যন্ত UPI পেমেন্ট করতে হবে।
৪) কোন গ্রাহক যদি Google Pay ব্যবহার করে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করে তাহলেও এই লাড্ডু পাওয়া যাবে। তবে তার জন্য কম করে ৩ হাজার টাকা UPI করতে হবে।
৫) গ্রাহকরা Google Pay-এর পার্টনার ব্র্যান্ড থেকে কম করে ২০০ টাকার গিফট কার্ড কিনলে লাড্ডু জিততে পারবে।
৬) গ্রাহকরা তাদের বন্ধু, পরিবার বা আত্মীয়-স্বজনের নিকট একটি লাড্ডু উপহার দিতে পারে বা তাদের থেকে একটি লাড্ডু উপহার হিসেবে নিতে পারে। Google Pay থেকে বোনাস হিসেবে এই লাড্ডু জেতার সুযোগ রয়েছে।
তবে এক্ষেত্রে কোন গ্রাহক যদি একই বন্ধুর সঙ্গে বারবার পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে লাড্ডু পাওয়া যাবে না। আবার কেউ যদি সোনা কেনে অথবা বীমা নেয় বা Amazon Pay গিফট কার্ড কেনার জন্য পেমেন্ট করে তাহলে সেক্ষেত্রে এই লাড্ডু পাওয়া যাবে না।
আরও পড়ুন: বদলে যাচ্ছে ফোন করার নিয়ম! কী সিদ্ধান্ত নিল TRAI?
Google Pay ব্যবহার করে কীভাবে লাড্ডু ট্রাক করা যাবে?
১) Google pay অ্যাপে গিয়ে ‘অফার এবং রিওয়ার্ডস’ সেকশনে যেতে হবে।২) সেখান থেকে ‘লাড্ডু’ অপশনে ক্লিক করে স্ট্যাটাস ট্র্যাক করতে হবে।
৩) আপনি মোট যতগুলো লাড্ডু জোগাড় করবেন সেগুলি স্ক্রিনে দেখতে পাবেন। যদি আপনার লাড্ডু কম থাকে তাহলে বেশি লাড্ডু পাওয়ার জন্য আবশ্যক লেনদেন করতে পারেন।
৪) এরপর পুরস্কার পাওয়ার জন্য গ্রাহকদের লাড্ডু সেকশনে গিয়ে “Claim final reward” এ ক্লিক করতে হবে।
৫) সেখান থেকে “Claim reward” অফসানটি বেছে নিতে হবে।