WBSSC: চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুখবর। সম্প্রতি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশিত হয়েছে। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)-এর নির্দেশ মেনে গত বুধবার স্কুল সার্ভিস কমিশন (SSC) এটি প্রকাশ করেছে।
এই তালিকায় মোট ১৪ হাজার ৫২ জনের নাম আছে। কিন্তু কমিশনের ঘোষণা অনুযায়ী শূন্যপদ রয়েছে ১৪,৩৩৯ টি। জানানো হয়েছে পুজোর আগে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সেই কারণে গত শুক্রবার কাউন্সেলিং এর দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ অক্টোবর তারিখ থেকে কাউন্সেলিং শুরু হবে। তবে অনেক প্রার্থীর নিয়োগ হওয়ায় পুজোর আগেই সমস্ত কাজ সম্পন্ন হবে না। পুজোর আগে দুইদিন কাউন্সিলিং হওয়ার পর অক্টোবর মাসের শেষ সপ্তাহে সেটি পুনরায় চালু হবে।
আরও পড়ুন: নতুন নিয়ম ১ অক্টোবর থেকে! LPG থেকে ব্যাঙ্কে কী কী বদল? জানুন বিস্তারিত
৩ ও ৪ অক্টোবর তারিখে কাউন্সেলিং করা হবে। এরপরে অক্টোবর মাসের শেষের দিকে ২৪ তারিখ ২৫ তারিখ ২৮ ও ২৯ অক্টোবর তারিখে কাউন্সেলিং হবে। কাউন্সেলিং হয়ে গেলে প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ১৪,০৫২ জন প্রার্থীকে বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হবে। তবে যেহেতু মোট শূন্য পদ ১৪ হাজার ৩৩৯ টি রয়েছে সেই হিসেবে নিয়োগের পরেও কিছু শূন্যবাদ বাকি থাকছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য মোট ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার। কিন্তু মেধা তালিকা প্রকাশ করার পর মোট ১৪ হাজার ৫২ জনের নাম আসে। এই নিয়ে মামলা শুরু হয়। পরবর্তীতে ২০২১ সালে এসএসসির তরফ থেকে জানানো হয় ১ হাজার ৪৬৩ জনকে মেধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Jio New Recharge Plan: দুর্দান্ত প্ল্যান Jio-র! একবার রিচার্জ করলে ৯৮ দিন নিশ্চিন্ত
যাদের বাদ দেওয়া হয় তারা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) গিয়ে মামলা দায়ের করে। আর এই মামলার শুনানি হিসেবে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানাই ওই ১৪৬৩ জন তার থেকে বাদ দেওয়া অনুচিত হয়েছে।
আর তাই হাইকোর্টের তরফ থেকে বাদ দেওয়া ১ হাজার ৪৬৩ জনকে নিয়ে ১৪ হাজার ৫২ জনের একটি তালিকা প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়। এর জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেয় আদালত। আর আদালতের নির্দেশ মত স্কুল সার্ভিস কমিশন (SSC) গত বুধবার প্যানেল প্রকাশ করে।
আরও পড়ুন: ফোন কেনার ১০,০০০ টাকা ঢুকবে এই সময়ে! সুখবর দিল রাজ্য সরকার