আনলিমিটেড 5G ডেটা পাবেন Jio-র এই ৪ সস্তার প্ল্যানে, রয়েছে আরও অনেক সুবিধে

Jio Recharge Plan: রিলায়েন্স জিও (Reliance Jio)-র এমন অনেক গ্রাহক রয়েছেন যারা দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যানের পরিবর্তে স্বল্পমেয়াদি কিছু রিচার্জ প্ল্যান পছন্দ করেন। আর এই সমস্ত গ্রাহকদের কথা ভেবে সংস্থা স্বল্পমেয়াদী কিছু রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। গ্রাহকরা, আড়াইশো টাকারও কম টাকা দিয়ে রিচার্জ করতে পারবে।

অনেকে ভাববেন এত কম টাকায় রিচার্জ করলে ডেটা হয়তো খুব বেশি পাওয়া যাবে না তবে এই রিচার্জ প্ল্যান এর মাধ্যমে প্রাথমিক ২ জিবি করে ডেটা পাওয়া যাবে আবার এর মধ্যে এমন একটি প্ল্যান রয়েছে যেটি গ্রহণ করলে 5G কানেক্টিভিটির সাথে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। আজ আমরা জিও (Jio)-র এরকম চারটি রিচার্জ প্ল্যান এর বিষয়ে জানব। চলুন জেনে নেয়া যাক।

জিও-র ১৯৮ টাকা রিচার্জ প্ল্যান

জিও (Jio)-এর এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে ১৪ দিনের বৈধতায় প্রতিদিন ২ জিবি করে ডাটা পাওয়া যাবে। বৈধতা কম হলেও এক্ষেত্রে প্রাত্যহিক ডেটার পরিমাণ বেশি পাওয়া যাচ্ছে। আবার যাদের 5G জি কানেক্টিভিটি রয়েছে দ্বারা আনলিমিটেড ডাটা অফার করতে পারবে। পাশাপাশি অন্যান্য পরিষেবা হিসেবে পাওয়া যাচ্ছে প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা। এখানে শেষ নয়, এই প্ল্যানের অন্যান্য সুবিধা হিসেবে পাওয়া যাচ্ছে জিও টিভি (Jio TV) এবং জিও সিনেমার (Jio Cinema)  সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে।

আরও পড়ুন: Electricity Bill: নিমিষেই কমে যাবে বিদ্যুতের বিল! এই কাজটি এখনই করে ফেলুন

জিও (Jio)-র ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান

এই প্ল্যানের মাধ্যমে ১৮ দিনের বৈধতায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ ১৮ দিনের বৈধতায় গ্রাহকরা ২৭ জিবি ডেটা ব্যবহার করতে পারবে। পাশাপাশি অন্যান্য সুবিধা হিসেবে পাওয়া যাবে প্রতিদিন ১০০ এসএমএস ও আনলিমিটেড ভয়েস কলিং। এছাড়াও থাকছে জিও টিভি এবং জিও সিনেমার সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে।

জিও (Jio)-র ২০৯ টাকার রিচার্জ প্ল্যান

জিও এডিটর প্ল্যান এর মাধ্যমে ২২ দিনের বৈধ তাই প্রতিদিন ১ জিবি করে ডাটা পাওয়া যাবে। পাশাপাশি থাকছে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০ এসএমএস এর সুবিধা। এছাড়া অন্যান্য সুবিধা হিসেবে পাওয়া যাবে জিও টিভি এবং জিও সিনেমার সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার পুরুষরাও প্রতি মাসে ১০০০ টাকা পাবেন! দারুণ প্রকল্প সরকারের

জিও (Jio)-র ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান

জিও (Jio)-র এই রিচার্জ এর বৈধতা হল ২৮ দিন। এই রিচার্জ প্ল্যান এর মাধ্যমে প্রতিদিন ১ জিবি ডাটা ১০০ এসএমএস, আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানের মাধ্যমে জিও টিভি এবং জিও সিনেমার পাশাপাশি জিও ক্লাউড ও জিও সিনেমা প্রিমিয়ামের (Jio Cinema Premium) এর সাবস্ক্রিপশনের সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: Holiday List: প্রচুর ছুটি অক্টোবর মাসে! কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ? রইলো তালিকা

Leave a Comment