Post Office Scheme: ২ লক্ষ টাকা পাবেন মাত্র ১০০ টাকা করে জমিয়ে, পোস্ট অফিসের ধামাকাদার স্কিম সম্পর্কে জেনে নিন

Post Office Scheme: প্রত্যেক মানুষেরই উচিত ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখা। তার জন্য সবথেকে ভালো বিকল্প হচ্ছে কোনো স্কিমে অর্থ বিনিয়োগ করা।

শেয়ার বাজারে (Share Market) চাইলেও বিনিয়োগ করা যায় কিন্তু এতে ঝুঁকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে ঝুঁকিমুক্ত স্কিমে বিনিয়োগ করাই ভালো। তার জন্য পোস্ট অফিসের (Post Office Scheme) স্কিমে বিনিয়োগ করাই সবথেকে নিরাপদ।

পোস্ট অফিসের এমন একটি স্কিম আছে যেখানে অল্প অল্প করে বিনিয়োগ করে লক্ষ টাকার তহবিল তৈরি করা সম্ভব। এই স্কিমটির নাম পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম (Post Office Recurring Deposit Account)। আপনি দৈনিক ১০০ টাকা করে সঞ্চয় করে এই স্কিমে বিনিয়োগ করতে পারলে আপনি লক্ষ টাকার তহবিল গঠন করতে পারবেন।

আরও পড়ুন: ২ বছরের জন্য একদম ‘ফ্রি’! Jio নিয়ে এলো ধামাকাদার অফার

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট (RD)

আপনি দিনে ১০০ টাকা করে সঞ্চয় করে পুরো মাসে ৩,০০০ টাকা সাশ্রয় করে, প্রতি মাসে সেই টাকাটি আপনি পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে পারেন।

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে এই ভাবে আপনি বছরে ৩৬ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন। এইভাবে আপনি এই স্কিমের অধীনে ৫ বছরে ১,৮০,০০০ টাকা বিনিয়োগ করবেন।

আরও পড়ুন: ব্যাংকের মিনিমাম ব্যালেন্স থেকে LPG-র দাম, ATM ফি ফেব্রুয়ারি থেকেই যে ৫ নিয়ম বদলে যাচ্ছে

আপনি পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে ৬.৭% সুদ পাবেন। ৫ বছর পর ম্যাচিউরিটির সময় আপনি ২,১৪,০৯৭ টাকা পাবেন। যার মধ্যে শুধু সুদ বাবদ আপনি পাবেন ৩৪,০০০ টাকা।

আরও পড়ুন: Bank Holiday: হোলি উপলক্ষে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? আপনার শহরের ছুটির তালিকা দেখে নিন

তবে আপনি যদি ম্যাচিউরিটির আগে এটি বন্ধ করে দেন, সেক্ষেত্রে আপনি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে সুদ পাবেন। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হার বর্তমানে মাত্র ৪%।

আরও পড়ুন: টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা! আগেভাগেই সেরে রাখুন জরুরি কাজ

Leave a Comment