ব্যাংকের মিনিমাম ব্যালেন্স থেকে LPG-র দাম, ATM ফি ফেব্রুয়ারি থেকেই যে ৫ নিয়ম বদলে যাচ্ছে

নতুন মাস শুরুর সঙ্গে সঙ্গে বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়ে থাকে। জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারি মাস খুব শীঘ্রই আসতে চলেছে। আর এই মাসে গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে ব্যাংকের কিছু বিষয়ের পরিবর্তন হতে চলেছে। সেগুলি না জানলে মিস করবেন অনেক কিছু। তাই নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে এক ফেব্রুয়ারি থেকে কি কি বিষয় পরিবর্তন হতে যাচ্ছে তা জেনে নিন।

LPG সিলিন্ডারের দাম

রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রতিমাসের শুরুতেই পরিবর্তন করা হয়ে থাকে। মাসের প্রথম তারিখে রান্নার গ্যাসের দাম যা নির্ধারণ করা হয় সারা মাস দাম তাই থাকে। যদিও প্রতিমাসের শুরুর আগেই গ্যাস সিলেন্ডারের দাম বলা হয়ে থাকে কিন্তু এবার ফেব্রুয়ারি মাসের গ্যাস সিলিন্ডারের দাম আগে থেকে বলা হয়নি। পয়লা ফেব্রুয়ারি তারিখে গ্যাস সিলিন্ডারের দাম ঘোষণা করা হবে।

CNG, PNG-র দামের পরিবর্তন

রান্নার গ্যাস সিলিন্ডার এর দাম যেমন মাসের পূর্বে নির্ধারণ করা হয়ে থাকে ঠিক তেমনভাবে সিএনজি (CNG) ও পিএনজি (PNG)-এর দাম মাস শুরু হওয়ার সময়ই নির্ধারণ করা হয়। একাধিক সরবরাহকারী সংস্থাগুলি এর দাম নির্ধারণ করে থাকে। এগুলি ছাড়াও বিমান চলাচলের জন্য যে জ্বালানির প্রয়োজন হয় বা এভিয়েশন টায়ারবাইন দরকার হয় তার দামও মাসে প্রথমে পরিবর্তন করা হয়ে থাকে। এই জ্বালানির দাম যেমন হয় তেমন যাত্রার খরচও সেটার উপর নির্ভর করে।

আরও পড়ুন: Bank Holiday: হোলি উপলক্ষে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? আপনার শহরের ছুটির তালিকা দেখে নিন

ব্যাংকের মিনিমাম ব্যালেন্সের পরিবর্তন

প্রত্যেকটি ব্যাংকের তরফ থেকে গ্রাহকরা ন্যূনতম কত টাকা পর্যন্ত রাখতে পারবে তার একটি সীমা নির্ধারণ করা হয়ে থাকে। ব্যাংক বিশেষে এই সীমা আলাদা আলাদা হয়ে থাকে। আগামী ১ ফেব্রুয়ারি তারিখ থেকে ব্যাংকের মিনিমাম ব্যালেন্স রাখার ক্ষেত্রে সীমা পরিবর্তন করা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ন্যূনতম ব্যালেন্স সীমা ছিল ৩০০০ টাকা, এটি বাড়িয়ে ৫০০০ টাকা করা হবে। PNB ব্যাঙ্কের নূন্যতম ব্যালেন্স সীমা ছিল ২০০০ টাকা, এখন সেটি আগের থেকে বাড়িয়ে ৩৫০০ টাকা করা হবে। আর কানাড়া ব্যাঙ্কের ন্যূনতম ব্যালেন্সের সীমা ছিল ১০০০ টাকা কিন্তু এখন সেটি বাড়িয়ে ২৫০০ টাকা করা হবে।

আরও পড়ুন: টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা! আগেভাগেই সেরে রাখুন জরুরি কাজ

এটিএম (ATM) চার্জ পরিবর্তন

গ্রাহকরা প্রতিমাসে ATM থেকে যে টাকা তুলবে তার উপর একটি ট্রানজ্যাকশন ফ্রি দেওয়া হয়। আর এর জন্য চার্জ লাগে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যন্ত মোট তিনটি এটিএম থেকে গ্রাহকরা ফ্রিতে টাকা তুলতে পারতো কিন্তু এরপর ২০ টাকা চার্জ লাগত। কিন্তু এবার থেকে সেই নিয়মও বদলে যাচ্ছে। যদি কোন গ্রাহক আশেপাশের কোন হোম ব্রাঞ্চের এলাকায় অতিরিক্ত টাকা তুললে সেক্ষেত্রে ২৫ টাকা চার্জ দিতে হবে আর নন হোম ব্রাঞ্চ থেকে টাকা তুললে সেক্ষেত্রে ৩০ টাকা চার্জ নেওয়া হবে। একজন গ্রাহক ATM থেকে একদিনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবে।

সুদের হারের পরিবর্তন

ব্যাংকের যে একাধিক সঞ্চয় প্রকল্পগুলি থাকে সেগুলির উপর নির্ধারিত সুদের হার প্রতি মাসে পরিবর্তন করা হয়। পাশাপাশি একাধিক সময় নতুন স্কিমেরও লঞ্চ করা হয়ে থাকে। ফেব্রুয়ারি মাসে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করা হবে। সাধারণ নাগরিকরা যে হারে সুদ পাই প্রবীণ নাগরিকরা তার থেকে ০.৫০% বেশি সুদ পাবে।

Leave a Comment