Jio Free Recharge Offer: জিও (Jio) গ্রাহকদের জন্য বিশেষ সুখবর। উৎসবের মুখে গ্রাহকদের অতিরিক্ত পরিষেবা দিতে জিও (Jio) সংস্থা নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করল। এই প্ল্যান আগের তুলনায় বেশি সস্তা ও বেশি আকর্ষণীয়। জিও (Jio)-র নতুন রিচার্জ প্ল্যান এর মাধ্যমে ৩৬৫ দিনের রিচার্জ পাওয়া যাবে একেবারে বিনামূল্যে।
তবে এই রিচার্জ প্ল্যান এর সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের এয়ারফাইবার কানেকশন নিতে হবে। তবেই গ্রাহকরা এই সুবিধা উপভোগ করতে পারবে। জিও (Jio)-র অফিসিয়াল ওয়েবসাইটে এমনটাই ঘোষণা করা হয়েছে।
জিও (Jio) সংস্থার এক বছরের রিচার্জ করতে গেলে খরচ হয় ৩,৫৯৯ টাকা। আর যদি এয়ারফাইবার কানেকশন নেওয়া যায় সে ক্ষেত্রে বিনাপয়সায় রিচার্জ পাওয়া যাবে। জিও (Jio) কোম্পানি এয়ারফাইবার ব্রডব্যান্ড পরিষেবা বাড়ানোর উদ্দেশ্যে গ্রাহকদের জিও ফ্রি অফার দিয়েছে।
আরও পড়ুন: Airtel Recharge Plan: চলে এলো Airtel-র সবথেকে সস্তা প্ল্যান! ৩০ টাকার কমে ১.৫ জিবি ডেটা, ফ্রি কল
যদি কোন গ্রাহক এই পরিষেবা নিতে চায় তাহলে তার জন্য তাকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং My Jio অ্যাপের মাধ্যমে এয়ারফাইবার বুক করতে হবে। এক্ষেত্রে বুকিং চার্জ লাগবে মাত্র ৫০ টাকা। এখানেই শেষ নয় এয়ারফাইবার ফ্রিডম অফারে কোন গ্রাহক যদি তিন মাসের প্ল্যান গ্রহন করে তাহলে সেক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবে।
জিও (Jio)-এর এই এয়ার ফাইবারের প্ল্যান বর্তমানে পাওয়া যাচ্ছে ২১২১ টাকায় পাওয়া যাচ্ছে। কোন গ্রাহক যদি এই প্ল্যান গ্রহণ করে তাহলে ১৩ টিরও বেশি ওটিটি অ্যাপ, ৮০০-এর বেশি ডিজিটাল টিভি চ্যানেল এবং আনলিমিটেড ওয়াইফাই এর সুবিধা পাওয়া যাবে। এই ওয়াইফাই এর একটি লিমিট রয়েছে সেটি হলো প্রতি মাসে ১০০০ জিবি ডেটা FUP লিমিট সহ পাওয়া যাবে।
আরও পড়ুন: আপনিও কি ১০০, ৫০০ টাকার পেট্রোল ভরান? ভুল করছেন, জেনে নিন আসল ‘কায়দা’
৩৫৯৯ টাকার এই প্ল্যানে এয়ারফাইবার বুক করলে গ্রাহকরা পরিষেবা হিসেবে পাবে মোট ৯১২.৫ জিবি ডেটা যার দৈনিক লিমিট হলো ২.৫ জিবি। যাদের ফোনে ৫ জি কানেক্টিভিটি রয়েছে তারা আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ পাবে। পাশাপাশি থাকছে প্রতিদিন ১০০ এসএমএস এবং বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের সুবিধা।
আরও পড়ুন: ১,৪৯৭ শূন্যপদে স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, সরাসরি আবেদন করুন | SBI Recruitment 2024
সম্প্রতি যে সমস্ত তরফ থেকে আরেকটি পরিষেবা চালু করা হয়েছে সেটি হল iActivate পরিষেবা। এর মাধ্যমে ইউজাররা বাড়িতে বসে সিম অ্যাক্টিভেট করতে পারবে। এর জন্য বাইরে কোথাও বা জিও স্টোরে যেতে হবে না। পাশাপাশি কোন গ্রাহক যদি জিও (Jio) সিম কার্ড নিতে চায় তাহলে ঘরে বসেই জিও (Jio) সিম কার্ড ডেলিভারি পাবে।
আরও পড়ুন: পুজোর আগে বিশাল সুখবর সুপ্রিম কোর্ট থেকে এল হবু শিক্ষকের জন্য, ১৪,০০০ প্যানেল প্রকাশে আর বাধা রইল না