১২ বছর জমি দখল করে থাকলেই আপনার সম্পত্তি হয়ে যাবে সেটি? বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

জমি দখল সম্পর্কিত বিষয়ে এবার বড় সিদ্ধান্ত জানালো সুপ্রিম কোর্ট (Supreme Court)। কোন ব্যক্তি কত বছর ধরে জমি দখল করে থাকলে সেটা নিজস্ব সম্পদ হয়ে যাবে সেই সম্পর্কে পরিষ্কার ঘোষণা দিল দেশের শীর্ষ আদালত।

এদিন সুপ্রিম কোর্ট (Supreme Court)-এর তরফ থেকে ‘অসুবিধাজনক দখলের তত্ত্ব’-এ উল্লেখ করা হয় যদি কোন ব্যক্তি যিনি ওই সম্পত্তির মূল মালিক নন তিনি ১২ বছর পর্যন্ত ওই সম্পত্তি নিজের দখলে রাখেন এবং আসল মালিক যদি তাকে উচ্ছেদ করতে কোনরকম আইনি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে সেই জমি দখলকৃত ব্যাক্তি জমির মালিকানা লাভ করতে পারেন।

তবে জনসাধারণের জন্য যে জমি রক্ষিত রয়েছে সে জমির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি এস আব্দুল নাজির এবং বিচারপতি এমআর শাহর বেঞ্চ জানিয়েছে যিনি সেই নির্দিষ্ট সম্পত্তির মালিক নন কিন্তু অসুবিধায় পড়ে দখলের তত্ত্বের অধীনে সেটি দখল করে আছেন, তিনিও যদি চান তাহলে এই নিয়ে আইনি মামলা করতে পারেন।

আরও পড়ুন: একবার রিচার্জ করেই বিন্দাস থাকুন ৩ মাস! ধামাকা অফার আনলো Airtel

কেউ জোর পূর্বক সেই দখলকারীকে উচ্ছেদ করতে পারবে না। সুপ্রিম কোর্ট একাধিক পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্তে এসেছে। জমি সংক্রান্ত দখলের বিষয়টি ঐদিন দেশের শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়। তবে সকল প্রকার জমির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।

এই বিষয়টি পর্যবেক্ষণ করার পর সুপ্রিম কোর্ট জানিয়েছে, “আমরা বিশ্বাস করি যে, দখলকারীকে আইনানুগ প্রক্রিয়ার বাইরে অন্য কোন ব্যক্তি উচ্ছেদ করতে পারবে না। তাছাড়া অসুবিধাজনক দখলের ১২ বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, এমনকি তাকে উচ্ছেদ করার অধিকারও হারিয়ে যায় মালিকের এবং সম্পত্তির মালিকের অধিকার, শিরোনাম এবং স্বার্থ পাওয়ার অধিকার লাভ হয়।”

আরও পড়ুন: এবার Netflix, Jio Cinema এবং Hotstar-কে টক্কর দিতে একদম ফ্রী-তে OTT প্ল্যাটফর্ম নিয়ে এলো কেন্দ্র

তবে সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে এই নির্দেশ কখনোই জনসাধারণের নিজস্ব রক্ষিত জমির উপর কার্যকরী নয়। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যক্তিকেন্দ্রিক সম্পত্তি দখলের কথা। যেখানে ব্যক্তির সম্পত্তি অন্য কেও জোর পূর্বক দখল করে নেয়। সেক্ষেত্রে এই নিয়মটি কার্যকর করা হবে না।

আরও পড়ুন: সরাসরি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরির সুযোগ! শীঘ্রই আবেদন করুন | Durgapur SAIL Recruitment 2024

Leave a Comment