আপনিও কি ১০০, ৫০০ টাকার পেট্রোল ভরান? ভুল করছেন, জেনে নিন আসল ‘কায়দা’

যুগ যতই সামনের দিকে এগোচ্ছে ততই যেন সবকিছুতে দুর্নীতিও বেড়ে যাচ্ছে। আজকাল প্রায় প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। একটু সচেতন হয়ে না চললে সবকিছুতেই ঠকে যেতে হয়। বিশেষত একাধিক পেট্রোল পাম্প গুলিতে পেট্রোল ভরার সময় যদি সচেতন না থাকা যায় তাহলে তারা মানুষ ঠকিয়ে নেয়। আর পেট্রোল এবং ডিজেলের প্রতারণা এখন সবার কাছে যেন সাধারণ একটা ব্যাপার হয়ে গেছে।

অনেকেই পেট্রোল পাম্পের মিটারে দেখানো শূন্য সংখ্যা দেখে নিশ্চিন্ত হয়ে যান। কিন্তু তাতে সমস্যার সমাধান হয় না তারপরেও ঠকতে হয়।

আমরা পেট্রোল পাম্পে গিয়ে কর্মীদের নির্দিষ্ট পরিমাণ পেট্রোল ভরতে জানিয়ে দেই অথবা একটা টাকার পরিমাণ জানিয়ে তাদের পেট্রোল দেওয়ার কথা বলি। আর তারা একটি মিটার দেখিয়ে পেট্রোল ভরে দেয়। সেই ক্ষেত্রে অনেকেই পেট্রোল ভরার সময় মিটারের দিকে তাকিয়ে থাকেন। শূণ্য দেখা গেলেই তারা নিশ্চিন্ত হয়ে যান কিন্তু এটাই সমস্যার সমাধান নয়। এক্ষেত্রেও প্রতারণা করে তারা।

আরও পড়ুন: ১,৪৯৭ শূন্যপদে স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, সরাসরি আবেদন করুন | SBI Recruitment 2024

পেট্রোল পাম্পে গিয়ে দুই চাকা বা চার চাকায় পেট্রোল ভরার সময় কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখলে এই প্রতারণার বিষয়গুলি এড়ানো যেতে পারে।

অনেক সময় পেট্রোল পাম্পের মালিকরা মেশিনে রাউন্ড ফিগার ফিট করে রাখেন। এতে করে যারা ১০০, ২০০ এবং ৫০০ টাকার রাউন্ড ফিগারে তেল ভর্তি করার জন্য বলেন তাদের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

কখনই রাউন্ড ফিগারে পেট্রোল ভরা ঠিক নয়। রাউন্ড ফিগারে পেট্রোল না নিলে আপনি ১০ বা ২০ টাকা বেশি পেট্রোল নিতে পারেন। প্রতারণা এটাতে আপনি লিটারের হিসেবে পেট্রোল বা ডিজেল গাড়িতে ভরান, এতে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আর গাড়িতে পেট্রোল নিয়ে বিল পেমেন্ট করার সময় অনলাইন পদ্ধতিতে বিল পে করে দিন, এতে খুচরোর ঝামেলা থাকবে না।

আরও পড়ুন: পুজোর আগে বিশাল সুখবর সুপ্রিম কোর্ট থেকে এল হবু শিক্ষকের জন্য, ১৪,০০০ প্যানেল প্রকাশে আর বাধা রইল না

সব পেট্রোল পাম্প একরকম নয়, সব জায়গায় গ্রাহকদের ঠকানো হয় না। অনেক সময় একাধিক পেট্রোল পাম্প ন্যায্য দরে গ্রাহকদের পেট্রোল ভরে থাকে, তবে এমন অনেক পেট্রোল পাম্প রয়েছে যেখানে গ্রাহকদের ঠকানো হয়, আর তারা লোক প্রতারিত করতে গিয়ে ধরা পড়েছে। তবে কোনভাবে আমাদের যেন কেউ প্রতারিত করতে না পারে তার জন্য সব সময় সাবধান থাকা উচিত।

যখন আপনি গাড়িতে পেট্রোল ভরবেন তখন পেট্রোল পাম্পের মেশিনের মিটার শূন্যতে সেট করা রয়েছে কিনা তা ভালোভাবে দেখে নিন, তারপর গাড়িতে পেট্রোল লোড করুন। পুরনো যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে বসানো মিটার গুলিও পুরনো আর সেই পেট্রোল পাম্প গুলিতে পেট্রোল ভরার সময় শুধুমাত্র ডিজিটাল মিটার যুক্ত পাম্পে ভরানো উচিত।

আরও পড়ুন: কেন্দ্রীয় সংস্থা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে কর্মী নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

কারণ পুরনো পেট্রোল পাম্পের মেশিন গুলি পুরনো হওয়ার কারণে সেখানে কম্পিউটার গুলিও পুরোনো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এতে করে অনেকসময় পেট্রোল কম দিয়ে দেই তারা। তাই এই বিষয়টিতে সচেতন হয়ে যান।

অনেকেই পেট্রোল বা ডিজেল গাড়িতে লোড করার সময় গাড়ি থেকে না নেমেই তা পেট্রোল পাম্পের কর্মীদের তুলে দিতে বলেন কিন্তু এই কাজটি আর কখনোই করবেন না কারণ আপনার এই কাজের সুযোগ নিয়ে তারা ঠকিয়ে দেয়।

আরও পড়ুন: Railway Job: মাধ্যমিক পাসে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ৫,০৬৬ শূন্যপদে রেলে নিয়োগ চলছে, জানুন বিস্তারিত

পেট্রোল নেওয়ার সময় গাড়ি থেকে নেমে মিটারের কাছে গিয়ে দাঁড়ান এবং তারা সঠিকভাবে এবং সঠিক পরিমাণে আপনার গাড়িতে পেট্রোল ভরছে কিনা তা নজরদারি করুন। সচেতন হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে।

আরও পড়ুন: SAI Recruitment 2024: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া-তে কর্মখালি, ৫০,০০০ টাকা বেতনে কোন পদে নিয়োগ? জানুন বিস্তারিত

Leave a Comment