Diwali Jio Recharge Offer: দীপাবলীতে কমে গেলো দাম! অর্ধেক দামে Jio-র রিচার্জে পাবেন কলিং-ডেটার দারুণ সুবিধা

Diwali Jio Recharge Offer: মুকেশ আম্বানির রিলায়েন্স জিও (Reliance Jio) সংস্থাটি এই দিওয়ালিতে একটি দুর্দান্ত অফার দিচ্ছে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম হল জিও (Jio)। এবার দিওয়ালিতে এই জিও (Jio) সংস্থাটি একটি দারুণ অফার চালু করেছে।

বর্তমানে যে হারে রিচার্জের দাম বৃদ্ধি পেয়েছে, সেখানে জিও (Jio)-এর এই অফারে অনেক গ্রাহকই বেশ স্বস্তি প্রকাশ করেছেন। এই উৎসবের মরশুমে জিও (Jio) সংস্থাটি একটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান চালু করেছে। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা প্রচুর ডেটার সাথে ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। জিও (Jio)-এর এই অফারটি ইউজারদের মুখে হাসি ফোটাবেই।

জিও (Jio)-এর ১৫৩ টাকার রিচার্জ প্ল্যান

এই দিওয়ালিতে জিও (Jio) সংস্থাটি তার গ্রাহকদেরকে ১৫৩ টাকার একটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান অফার করছে। এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি হল ২৮ দিন। যে সমস্ত গ্রাহকরা কম খরচে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা চান, সেই সমস্ত গ্রাহকদের জন্য এই প্ল্যানটি দুর্দান্ত হতে চলেছে। এই রিচার্জ প্ল্যানটি সস্তা রিচার্জ প্ল্যানের মধ্যে অন্যতম।

আরও পড়ুন: Nabanna On PMAY: আবাস নিয়ে নয়া নির্দেশিকা জারি নবান্নর, ‘যাদের নাম বাদ পড়েছে..’

জিও (Jio)-এর ১৫৩ টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা

জিও (Jio)-এর ১৫৩ টাকার এই রিচার্জ প্ল্যানটিতে পুরো ২৮ দিনের জন্য গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩০০টি এসএমএস (SMS)-এর সুবিধা পাবেন। এছাড়াও এই প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের জন্য মোট ১৪ জিবি ডেটা পেয়ে যাবেন।

এছাড়াও এই রিচার্জ প্ল্যানের অধীনে গ্রাহকরা লাইভ স্পোর্টস এবং অনলাইন সিনেমাও উপভোগ করতে পারবেন। জিও (Jio)-এর এই রিচার্জ প্ল্যানের অধীনে Jio Cinema এবং Jio TV-এর সাবস্ক্রিপশন সম্পুরন্য বিনামূল্যে পাওয়া যাবে।

আরও পড়ুন: Google Pay: ১,০০১ টাকা গুগল পে, কিভাবে পাবেন জেনে নিন

জিও (Jio) সংস্থাটি তার গ্রাহকদেরকে ১৫৩ টাকার প্ল্যানটি ছাড়াও ৭৫ টাকা, ৯১ টাকা, ১২৫ টাকা, ১৮৬ টাকা, ২২৩ টাকার রিচার্জ প্ল্যানগুলিও অফার করছে।

তবে এক্ষেত্রে জেনে রাখা দরকার, শুধুমাত্র JioPhone ব্যবহারকারীদের জন্যই এই রিচার্জ প্ল্যানগুলি উপলব্ধ। অর্থাৎ এই ১৫৩ টাকার রিচার্জ প্ল্যান বা অন্যান্য সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানগুলি শুধুমাত্র JioPhone ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ। অন্যান্য স্মার্টফোন ব্যবহারকারীরা এই প্ল্যানগুলির সুবিধা পাবেন না।

আরও পড়ুন: IMD Weather Update: বড়ো আপডেট আবহাওয়া দফতরের! ৫ রাজ্য ভাসবে, হলুদ-কমলা সতর্কতা, বাংলার কপালে কী আছে?

Leave a Comment