DA News: সরকারি কর্মীরা ১৪ হাজার ৪০০ টাকা বেশি পাবেন পুজোর আগেই, বিরাট আপডেট সামনে এলো

DA News: সরকারি কর্মীদের জন্য বিশেষ সুখবর। দুর্গাপূজার আগে সরকারি কর্মীরা বিশেষ সুবিধা পাবে। পুজোর আগেই ডি এ (DA) বাড়ানো হবে। আর এতে সরকারি কর্মীরা মোটা টাকা পাবে। সব কিছু পরিকল্পনা মাফিক ও সিদ্ধান্ত অনুযায়ী হলে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ১৪ হাজার ৪০০ টাকা ঢুকবে।

পূর্বে জানানো হয়েছিল যে পুজোর আগে সেপ্টেম্বর মাসে নতুনভাবে ডিএ (Dearness Allowance) ঘোষণা করা হবে। আর সেই সিদ্ধান্ত এবার বাস্তবায়িত করা হচ্ছে। AICPI অনুযায়ী সরকার এই ডিএ বাড়াতে চলেছে।

সেপ্টেম্বর মাসের কত তারিখে এই ডিএ (DA) বাড়ানো হবে সেটাও ইতিমধ্যেই জানানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর তারিখ থেকে ২৫ সেপ্টেম্বর তারিখের মধ্যে দিয়ে বাড়ানোর কথা ঘোষণা করা হবে।

আরও পড়ুন: RRB NTPC Recruitment 2024: দীর্ঘ ৫ বছর পর ভারতীয় রেলে NTPC-তে নিয়োগ চলছে, রইল আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

বর্তমানে কেন্দ্রীয় সরকার (Government of India) অধীনস্থ কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ (DA) পেয়ে থাকেন যা রাজ্য সরকারি কর্মীদের তুলনায় অনেক গুণ বেশি। এই ডিএ (DA) চলতি বছর ১ জানুয়ারি তারিখ থেকে কার্যকর করা হয়েছে। ডি এ (DA) বাড়িয়ে দেওয়ার আগে কয়েক মাসে বাড়ি ভাড়া ভাতা(HRA) সহ আরো বেশ কয়েকটি ভাতা বৃদ্ধি করা হয়েছে।

প্রতিবছর দুইবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (DA) বাড়ানো হয়ে থাকে, একটি হল বছরের প্রথম দিকে অর্থাৎ মার্চ মাসে এবং অপরটি বছরের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বর মাসে। নিয়ম অনুযায়ী চলতি বছর একবার ডি এ (DA) পরিবর্তন করা হয়েছে আবার সেপ্টেম্বর মাসেও ডি এ (DA) পরিবর্তন করা হচ্ছে।

আরও পড়ুন: দার্জিলিং জেলার প্রশাসনিক বিভাগে চাকরির সুযোগ, ৩০ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ

অনেকে আশা করেছেন সরকার এবার ৩ শতাংশ হারে ডিএ (DA) বাড়াবে। আর কাঙ্ক্ষিত হারে ডিএ (DA) বাড়লে একজন সরকারি কর্মীর বেতন অনেকটাই বেড়ে যাবে। উদাহরণস্বরূপ যদি একজন সরকারি কর্মীর বেতন ৪০ হাজার টাকা হয় তাহলে ৩ শতাংশ হারে ডিএ (DA) বাড়লে তার বেতন ১২০০ টাকা বাড়বে।

এই ১২০০ টাকা বছরের হিসেবে দাঁড়াই ১৪ হাজার ৪০০ টাকা। যা নির্ধারিত সময়ে প্রতিটি সরকারি কর্মীর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। সেই হিসেবে যাদের বেতন বেশি তাদের ক্ষেত্রে এই টাকার অংকের পরিমাণ আরো বাড়বে।

আরও পড়ুন: October Holiday List 2024: ৫-৬ দিন স্কুল-কলেজ-অফিস ছুটি থাকবে অক্টোবর মাসে! ছুটির তালিকা দেখে নিন

প্রতিবছর এই ডিএ (DA) সাধারণত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI)-এর উপর ভিত্তি করে বাড়ানো হয়। তবে এখানেই শেষ নয়, একটি প্রতিবেদন মারফত জানা গেছে করোনা থাকাকালীন সময়ে যে এরিয়ার বাকি ছিল সেই টাকাও সরকার কর্মীদের একাউন্টে দিতে পারে।

আরও পড়ুন: Indian Navy Recruitment 2024: লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় নৌবাহিনীতে নিয়োগ চলছে! রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

এবার সেপ্টেম্বর মাসে যে ডিএ (DA) বানানো হবে তা কাঙ্খিত হারে বাড়ালে সরকারি কর্মীরা ৫০ শতাংশের বেশি হারে ডিএ (DA) পাবে। এর পাশাপাশি কর্মী ও পেনশনভোগীরা ১৮ মাসের ডিএ (DA) ও ডিআর (DR)-এর টাকা পেতে পারেন।

আরও পড়ুন: Jio Free Recharge Offer: ১ বছরের জন্য ফ্রি জিও-র রিচার্জ! এর জন্য কী করতে হবে জেনে নিন

Leave a Comment