Cyclone Dana: ২৬ অক্টোবর পর্যন্ত ৯ জেলায় বন্ধ থাকবে স্কুল-কলেজ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আবহাওয়া দপ্তরের তরফ থেকে ‘দানা’ (Cyclone Dana) ঘূর্ণিঝড়ের আগামবার্তা সম্পর্কে আগেভাগেই জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে একাধিক জায়গায় লাল সতর্কতাবানী জারি করা হয়েছে। যার প্রভাব আগামী কয়েকদিন পর্যন্ত বিরাজ করবে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়ের মূল প্রকোপ আজ বৃহস্পতিবার থেকে প্রবল ভাবে দেখা যাবে কিন্তু এই ডানা ঘূর্ণিঝড়ের প্রভাবে একাধিক জায়গায় নিম্নচাপ ইতিমধ্যেই শুরু হয়েছে। আর এই নিম্নচাপ শুরু হয়েছে বুধবার থেকে।

রাজ্য সরকার (Government of West Bengal) সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। সম্প্রতি এই বিষয়ে নবান্নে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় আর সেখানে মুখ্যমন্ত্রী জানান, “ঘূর্ণিঝড়ে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।”

আরও পড়ুন: Cyclone Dana : ধেয়ে আসছে ‘দানা’, শিয়ালদার পুরো ডিভিশনে কী বন্ধ ট্রেন চলাচল? এল বড় আপডেট

পাশাপাশি তিনি আরও বলেন যে, “আগামীকাল থেকে শনিবার ৯ জেলার সব স্কুল বন্ধ থাকবে। পাশাপাশি আগামীকাল থেকে শনিবার ৯ জেলার সব কলেজে ক্লাস বন্ধ থাকবে।”

ঘূর্ণিঝড় ‘ডানা’র কারণে মুখ্যমন্ত্রী ঐদিন রাজ্যের মোট নয়টি জেলায় চার দিন স্কুল বন্ধ রাখা নির্দেশ দিলেন। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আজ বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। এর গতিবেগ থাকবে সর্বোচ্চ ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার।

আজ বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। আর আজকের এই গভীর নিম্নচাপ আগামীকাল শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে একাধিক জেলায় বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়েছে।

আরও পড়ুন: সরাসরি কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরির সুযোগ! জানুন বিস্তারিত

কলকাতা সহ দক্ষিণ বঙ্গের উপকূলবর্তী একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশাসনের তরফ থেকে উপকূলবর্তী এলাকা গুলিতে সতর্কতাবানী জারি করা হয়েছে। গতকাল অর্থাৎ বুধবার থেকে উড়িষ্যার উপকূলবর্তী জেলার স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উড়িষা সরকারের তরফ থেকে গতকাল পুরীর সমুদ্র সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমানে এই নিম্নচাপ সাগর দ্বীপ থেকে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে ফেরি চলাচল বন্ধ রাখার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: কালী পুজোর মুখেই ঢুকবে ১২ থেকে ১৮০০০ টাকা! আপনি পাবেন কী না দেখে নিন

ঘূর্ণিঝড় ‘ডানা’র (Cyclone Dana) প্রকোপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর নিরাপত্তা বজায় রাখতে ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে রাজ্যের মোট ৯টি জেলায় স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

যে নয়টি জেলায় এই নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি হল ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং কলকাতা। রাজ্যের এই ৯টি জেলার সমস্ত স্কুলে পঠনপাঠন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল গুলি বন্ধ থাকবে আগামী শনিবার পর্যন্ত।

Leave a Comment