BSNL Recharge Plan: একবার রিচার্জে ১ বছরের চিন্তা শেষ, BSNL-এর সস্তার প্ল্যানে কী কী সুবিধে পাবেন? বিএসএনএল (BSNL) গ্রাহকদের জন্য সুখবর। উন্নত পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে খুব দ্রুত সারা দেশে 4G পরিষেবা চালু করতে চলেছে বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)।
এরই মধ্যে দেশের নির্বাচিত কিছু টেলিকম সার্কলে পরীক্ষামূলক ভাবে 4G পরিষেবা চালুও করেছে এই সরকারি টেলিকম সংস্থাটি। মনে করা হচ্ছে চলতি বছরের শেষের মধ্যেই সারা দেশে 4G নেটওয়ার্ক পরিকাঠামো গড়ে তোলা যাবে।
সরকারি এই টেলিকম সংস্থাটি একদিকে যেমন নেটওয়ার্ক উন্নত করছে তেমনি রিচার্জ প্ল্যানের মূল্য কম রেখে বেসরকারি অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এর ফলে অন্যান্য টেলিকম সংস্থা ছেড়ে গ্রাহকরা বিএসএনএল (BSNL)-এর দিকে ঝুঁকতে শুরু করে।
বিএসএনএল (BSNL) গ্রাহকদের চাহিদা অনুযায়ী সস্তায় নানা রকম রিচার্জ প্ল্যান এনেছে। এক বছরের বৈধতার বিএসএনএল (BSNL)-এর একটি রিচার্জ প্ল্যান আছে যা অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় অনেকটাই সস্তা।
বিএসএনএল (BSNL) কম খরচে তার গ্রাহকদের পরিষেবা প্রদান করে থাকে। তাদের এমন একটি সাশ্রয়ী প্ল্যান হল ১১৯৮ টাকা রিচার্জ প্ল্যান। এই রিচার্জ প্ল্যানে গ্রাহক পেয়ে যাবেন ৩০০ মিনিট ভয়েস কল। ৩৬ জিবি ডেটা। এছাড়া প্রতিমাসে ৩০টি করে SMS। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা পুরো একবছর অর্থাৎ ৩৬৫ দিন। এই প্ল্যানটির আরও সুবিধা হল ৩৬ জিবি ডেটা শেষ হয়ে গেলে আপনার সুবিধা মতো আপনি রিচার্জ করতে পারবেন।
আরও পড়ুন: BSNL Recharge Plan: একবার রিচার্জে ১ বছরের চিন্তা শেষ, BSNL-এর সস্তার প্ল্যানে কী কী সুবিধে পাবেন?
এক বছরের মেয়াদের উল্লেখযোগ্য আরও দুটি প্ল্যান হল ১৯৯৯ টাকার এবং ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান। এই দুটি প্ল্যানের সুবিধাগুলি নীচে উল্লেখ করা হল।
আরও পড়ুন: 8th Pay Commission: সুখবর লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য! কত টাকা বেতন বাড়বে?
বিএসএনএল (BSNL)-এর ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে আপনি পাবেন আনলিমিটেড ভয়েস কল, মোট ৬০০ জিবি ডেটা, দৈনিক ১০০টি করে SMS।
অপর দিকে, ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ৩ জিবি ডেটা ও ১০০টি করে SMS।
আরও পড়ুন: রান্নার গ্যাসের দাম থেকে ক্রেডিট কার্ডের নিয়ম, কী কী বদলাচ্ছে এই মাস থেকে?