আর করতে হবে না Jio-Airtel এর দামি রিচার্জ! BSNL এর এই সস্তা প্ল্যানে ৩৬৫ দিন রিচার্জ থেকে মুক্তি

BSNL Recharge Plan: জুলাই মাসের শুরুতেই দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (Vodafone-Idea) এবং এয়ারটেল (Airtel) তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছিল। এর ফলে গ্রাহকরা বেশ অসন্তোষ প্রকাশ করেছিলেন। অনেক গ্রাহকই তুলনামূলক সস্তা বিএসএনএল (BSNL)-এর দিকে আকৃষ্ট হচ্ছিলেন।

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) কম দামে রিচার্জ প্ল্যান অফার করে থাকে। বিএসএনএল (BSNL)-এর কম দামের রিচার্জ প্ল্যানগুলি অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে রীতিমতো টক্কর দেবে। বিএসএনএল (BSNL) সংস্থাটি এক বছরের ভ্যালিডিটি সম্পন্ন একটি প্রিপেইড প্ল্যান অফার করছে।

আপনিও যদি বিএসএনএল (BSNL)-এর একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি বিএসএনএল (BSNL)-এর বার্ষিক এই রিচার্জ প্ল্যানটি দেখতে পারেন। আসুন বিএসএনএল (BSNL)-এর বার্ষিক রিচার্জ প্ল্যানটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

বিএসএনএল (BSNL)-এর ৭৭৯ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যান

বিএসএনএল (BSNL)-এর সবথেকে সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যানটির দাম হল ৭৭৯ টাকা। এই প্ল্যানটির ভ্যালিডিটি একবছর। এক বছরের ভ্যালিডিটি সম্পন্ন এত সস্তা রিচার্জ প্ল্যান অন্য কোনো টেলিকম সংস্থার নেই।

এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। তবে এই রিচার্জ প্ল্যানটিতে প্রথম ৬০ দিনের জন্যই সুবিধা পাওয়া যাবে। ৬০ দিনের পর গ্রাহকদের সিমটি সারা বছর অ্যাক্টিভ থাকবে। তবে এই রিচার্জ প্ল্যানটিতে প্রথম ৬০ দিনের জন্যই সুবিধা পাওয়া যাবে। ৬০ দিনের পর গ্রাহকদের সিমটি সারা বছর অ্যাক্টিভ থাকলেও কলিং বা ডেটার সুবিধা পাওয়া যাবে না। কলিং বা ডেটার প্রয়োজন পড়লে আলাদা করে রিচার্জ করে নিতে হবে।

বিএসএনএল (BSNL)-এর ১১৯৮ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যান

বিএসএনএল (BSNL)-এর এক বছরের ভ্যালিডিটি সম্পন্ন আরও একটি রিচার্জ প্ল্যান রয়েছে। এই রিচার্জ প্ল্যানটির দাম ১১৯৮ টাকা। বিএসএনএল (BSNL)-এর এই ১১৯৮ টাকার রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ৩৬৫ দিন অর্থাৎ ১২ মাস। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা প্রতি মাসে ৩০০ মিনিটের ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও প্রতি মাসে ৩ জিবি ডেটা এবং ৩০ টি এসএমএস (SMS)-এর সুবিধা পাবেন।

তবে বিএসএনএল (BSNL)-এর ১১৯৮ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যানটি আপনি যদি অক্টোবর মাসের ১ তারিখ থেকে ২৪ তারিখের মধ্যে নিয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ২৪ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। এর সাথে অতিরিক্ত ২৪ জিবি ডেটাও পেয়ে যাবেন।

Leave a Comment