BSNL LOGO: যারা অন্যান্য টেলিকম সংস্থা থেকে বিএসএনএল (BSNL)-এ স্যুইচ করেছেন বা যারা বিএসএনএল (BSNL)-এ আসতে চাইছেন তাদের জন্য বিশেষ সুখবর। খুব শীঘ্রই BSNL সংস্থা সমগ্র দেশে তাদের 4G পরিষেবা চালু করতে চলেছে।
BSNL এর নতুন লোগো ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। বর্তমানে বিএসএনএল (BSNL)-এর লোগোতে Connecting India এর পরিবর্তে Connecting Bharat লেখা হয়েছে। পাশাপাশি আরও ৭ টি নতুন সার্ভিস লঞ্চ করা হয়েছে। এছাড়াও লোগোতে আরো লেখা হয়েছে Connecting Bharat- Securely, Affordably, and Reliably।
সঞ্চার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) সম্প্রতি নতুন দিল্লীতে আয়োজিত একটি ইভেন্টে BSNL-এর নতুন লোগো প্রদর্শন করেছেন। তিনি জানিয়েছেন যে বিএসএনএল (BSNL)-এর এই নতুন লোগো হল শক্তি, বিশ্বাস এবং পৌঁছানোর প্রতীক।
আরও পড়ুন: রিচার্জ করলে পাবেন ৩,৩৫০ টাকার ভাউচার! দীপাবলিতে Jio আনল ধামাকা অফার!
এই সংস্থার নতুন সাতটি সার্ভিসের মধ্যে স্প্যাম-ফ্রি নেটওয়ার্ক, ওয়াইফাই রোমিং এবং ডাইরেক্ট টি ডিভাইস কানেক্টিভিটি হলো উল্লেখযোগ্য। নিম্নে এই সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো-
BSNL সংস্থা গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন অনেক পরিকল্পনা গ্রহণ করেছে। এই সংস্থা মাইনিং অপারেশনের জন্য কম লেটেন্সির পাশাপাশি সমস্ত দেশজুড়ে 5G পরিষেবা শুরু করার জন্য শীডেকের সাহায্য নিয়েছে।
এখানেই শেষ নয় সম্প্রতি এই সংস্থা 4G পরিষেবার স্টেক ডেভেলপ করেছে। যা পরবর্তী সময়ে 5G পরিষেবা প্রদান করবে। গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদান করতে আরো যে পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে সেটি হল ইউজার এক্সপেরিয়েন্স ও সিকিউরিটি। এর উন্নত পরিষেবা দিতে কোম্পানি বেশ কিছু ফিচার লঞ্চ করেছে।
আরও পড়ুন: Big News: ১ লাখ শূন্যপদে কর্মী নিয়োগ করবে RRB! মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ
এর মধ্যে অন্যতম হলো বিল্ট ইন স্প্যাম ব্লকার। এই পরিষেবা চালু করার ফলে ফিশিং অ্যাটাক এবং ম্যালিশিয়াল এসএমএস অটোমেটিক ডিটেক্ট করতে পারবে।
আরও একটি সার্ভিস হিসেবে এই সংস্থা তাদের ওয়াইফাই রোমিং সার্ভিস পেশ করেছে। এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা ইমারজেন্সি পরিস্থিতিতে BSNL FTTH Wi-Fi নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করতে পারবেন।
পাশাপাশি FTTH ইউজাররা বিএসএনএল (BSNL) সংস্থার বেসড ইন্টারনেট লাইভ টিভি সার্ভিসের সাহায্যে সর্বোচ্চ ৫০০টির বেশি প্রিমিয়াম টিভি চ্যানেল উপভোগ করতে পারবে। বিএসএনএল (BSNL) সংস্থা আরো একটি সার্ভিস চালু করেছে সেটি হল কমাপ্নি অটোমেটেড সিম কিয়োস্ক।
আরও পড়ুন: BSNL কে টেক্কা দিতে Jio দিচ্ছে ৯০ দিনের সস্তা রিচার্জ প্ল্যান, ২০০ GB ডেটা সহ থাকছে আনলিমিটেড সুবিধা
এই পরিষেবা লঞ্চ করার ফলে এই নতুন সার্ভিস ২৪ ঘন্টা কাজ করবে আর এর মাধ্যমে গ্রাহকরা নতুন সিম কার্ড খেলা, পোর্ট করা, আপগ্রেড করা এই কাজগুলো করতে পারবে।
বিএসএনএল (BSNL) সংস্থা আরও যে পরিষেবাটি লঞ্চ করেছে সেটি হলো কোম্পানি স্যাটেলাইট টু ডিভাইস কানেক্টিভিটি সলিউশন। এর মাধ্যমে SMS সার্ভিসের সুবিধা পাওয়া যাবে। কোন যাত্রী যদি বিমানে বা জাহাজে যাত্রা করে এবং ওই সময় কাউকে মেসেজ পাঠানোর প্রয়োজন হয় তাহলে সে এই পদ্ধতির মাধ্যমে মেসেজ পাঠাতে পারবে।